প্রশ্নটা শুনে কিছুটা থতমত খেয়ে যান ওই প্রতিযোগী। প্রথমে প্রশ্নটা নিজের মুখে আওড়ে নিয়ে চুপ করে যান তিনি। তারপরই হেসে ফেলেন। এতে জাজ কিছুটা অবাক হয়ে যান। তখন জাজ নিজেই উত্তরটা জানিয়ে বলেন, H20 হল জল। এরইমধ্যে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে গিয়ে ওই প্রতিযোগী বলেন, ঢাকার ধানমন্ডিতে এই নামের একটা রেস্তোঁরা রয়েছে।
এই প্রতিযোগিতায় বিজয়ী হব জানাতুল ফেরদৌস ওইশি।
ওই ঘটনার ভিডিও ইউটিউবে শেয়ার করেন শাহেদ এহসান।
দেখুন সেই ভিডিও-