নয়াদিল্লি: কারুর কারুর কাছে স্বপ্নের চাকরি হতে পারে! বিভিন্ন ধরনের বিয়ার পান করুন আর এ জন্য বছরে ৬৪,৫০০ ডলার মাইনে পেয়ে যাবেন! এমন চাকরি করতে আগ্রহী হলে বায়োডেটা পাঠাতে পারেন ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রি-তে। কেননা, এই চাকরিতে সংগ্রহালয়ের খরচেই বিভিন্ন ধরনের বিয়ারের স্বাদ গ্রহণ করতে হবে। সেইসঙ্গে একটু-আধটু গবেষণা। এই পদে চাকরির জন্য বিশেষজ্ঞ প্রার্থী খোঁজা হচ্ছে।

এই চাকরির মেয়াদ তিন বছর। সংগ্রহালয়ের ফুড হিস্ট্রি প্রোজেক্টের অংশ এই চাকরি। এর উদ্দেশ্য আমেরিকায় উত্পাদিত খাদ্যসামগ্রীর নথিভুক্তিকরণ ও গবেষণা।

কর্তৃপক্ষ এই পদে এমন প্রার্থীর খোঁজ করছেন, যাঁর বিয়ারের ইতিহাস সম্পর্কে ধারনা থাকবে এবং গবেষণার সক্ষমতা রয়েছে। প্রার্থীর আমেরিকার বানিজ্য, খাদ্য বা এ ধরনের কোনও বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে গবেষণার অভিজ্ঞতাও দরকার।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কয়েক হাজার আবেদনকারী তাঁদের বায়োডেটা পাঠিয়েছেন। আবেদনকারীর সংখ্যা আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের।