নয়াদিল্লি: কারুর কারুর কাছে স্বপ্নের চাকরি হতে পারে! বিভিন্ন ধরনের বিয়ার পান করুন আর এ জন্য বছরে ৬৪,৫০০ ডলার মাইনে পেয়ে যাবেন! এমন চাকরি করতে আগ্রহী হলে বায়োডেটা পাঠাতে পারেন ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রি-তে। কেননা, এই চাকরিতে সংগ্রহালয়ের খরচেই বিভিন্ন ধরনের বিয়ারের স্বাদ গ্রহণ করতে হবে। সেইসঙ্গে একটু-আধটু গবেষণা। এই পদে চাকরির জন্য বিশেষজ্ঞ প্রার্থী খোঁজা হচ্ছে।
এই চাকরির মেয়াদ তিন বছর। সংগ্রহালয়ের ফুড হিস্ট্রি প্রোজেক্টের অংশ এই চাকরি। এর উদ্দেশ্য আমেরিকায় উত্পাদিত খাদ্যসামগ্রীর নথিভুক্তিকরণ ও গবেষণা।
কর্তৃপক্ষ এই পদে এমন প্রার্থীর খোঁজ করছেন, যাঁর বিয়ারের ইতিহাস সম্পর্কে ধারনা থাকবে এবং গবেষণার সক্ষমতা রয়েছে। প্রার্থীর আমেরিকার বানিজ্য, খাদ্য বা এ ধরনের কোনও বিষয়ে ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে গবেষণার অভিজ্ঞতাও দরকার।
কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কয়েক হাজার আবেদনকারী তাঁদের বায়োডেটা পাঠিয়েছেন। আবেদনকারীর সংখ্যা আরও বাড়বে বলেই আশা কর্তৃপক্ষের।
স্বপ্নের চাকরি! বিয়ারে চুমুক দিয়ে মাইনে বছরে ৬৪,৫০০ ডলার
ABP Ananda, web desk
Updated at:
05 Aug 2016 06:46 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -