ইসলামাবাদ: তালিবান প্রধান মুল্লা মনসুরের হত্যা করতে রাওয়ালপিন্ডিতে মার্কিন ড্রোন হামলায় আমেরিকার রাষ্ট্রদূত ডেভিড হেলের কাছে তীব্র অসন্তোষ জানালেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। পাক সেনার সদর কার্যালয়ে শরিফের সঙ্গে দেখা করেন হেল। ২২ মে বালুচিস্তানে মার্কিন ড্রোনের আঘাতে মনসুরের হত্যার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে দুজনের কথা হয়।

 

পাক সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, উল্লিখিত ড্রোন হামলার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেছেন, এভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনা দু দেশের সম্পর্কের পরিপন্থী। তাছাড়া, আঞ্চলিক স্থিতিশীলতা স্থাপনে চলতি শান্তি প্রক্রিয়াও এতে মার খাবে।

প্রসঙ্গত, এই প্রথম এ ব্যাপারে পাক সেনার প্রতিক্রিয়া মিলল।

গতকাল পাক অভ্যন্তরীণ মন্ত্রী নিসার আলি খান অবশ্য মনসুর মারা যাওয়ার খবরে সিলমোহর দিতে চাননি। মার্কিন ড্রোন হামলায় নিহত ব্যক্তির ডিএনএ পরীক্ষা করেই তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।

নিসারও ক্ষোভের সুরে ড্রোন হানাকে পাক ভূখণ্ডের সীমা লঙ্ঘন বলে অভিযোগ করে বলেছিলেন, এ থেকে পাক-মার্কিন সম্পর্কে নেতিবাচক প্রতিক্রিয়া হতে পারে।