নয়াদিল্লি: ২০১০ সালে দিল্লি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক কিশোরকে বাংলাদেশের যশোর থেকে ভারতে ফেরানোর উদ্যোগ নিল বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজের নির্দেশে ঢাকার ভারতীয় দূতাবাসের এক আধিকারিক সোনু নামে ওই কিশোরের সঙ্গে দেখা করে তাকে দেশে ফেরানোর চেষ্টা শুরু করেছেন।

নিখোঁজ ওই কিশোর কীভাবে যশোর পৌঁছল সেটা এখনও স্পষ্ট নয়। সম্প্রতি এক ব্যক্তি তার পরিবারের লোকেদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, সোনু যশোরের একটি শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে। এরপরেই সোনুর পরিবার কেন্দ্রীয় সরকারের সাহায্য চেয়ে আবেদন জানায়। বিদেশ মন্ত্রী নিজে ট্যুইট করে বলেন, সরকার দ্রুত সোনুকে দেশে ফেরাবে।




সুষমার নির্দেশেই বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব শ্রীপ্রিয় রঙ্গনাথন সোনুর বাবা-মায়ের সঙ্গে দেখা করেছেন। তাঁদের ডিএনএ পরীক্ষা করা হবে। যদি প্রমাণিত হয় তাঁরাই সোনুর বাবা-মা তাহলে দ্রুত সোনুকে দেশে ফেরানো হবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রী।