দুবাই: সংযুক্ত আরব আমিরশাহিতে এক ভারতীয়র বিরুদ্ধে তার গার্লফ্রেন্ডকে খুনের অভিযোগ। শুধু তাই নয়, গার্লফ্রেন্ডের মৃতদেহ গাড়ির সামনে আসনে বসিয়ে প্রায় ৪৫ মিনিট শহরের রাস্তায় ঘোরাফেরা করে বলে অভিযোগ। এমনকি, খাবার নেওয়ার জন্য গাড়িও থামিয়েছিল। শেষপর্যন্ত পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে ওই ব্যক্তি। দুবাইয়ের একটি আদালত রবিবার এ কথা জানানো হয়েছে।
গাল্ফ নিউজ-এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ২৭ বছরের ওই যুবক তার গার্লফ্রেন্ডকে গলা কেটে হত্যা করে। এরপর থানার পার্কিংয়ে গাড়ি থামিয়ে নিজেকে পুলিশের হাতে তুলে দেয়। জানা গেছে, মৃত মহিলাও ভারতীয়। এই নৃশংস ঘটনা ঘটে গত বছরের জুলাইতে।
পুলিশের এক আধিকারিক আদালতে জানিয়েছেন, অভিযুক্ত যখন থানায় আসে তখন তার জামাকাপড় ছিল রক্তে ভেজা। তা দেখে তিনি হতচকিত হয়ে পড়েন।
ওই আধিকারিক আরও বলেছেন, অভিযুক্তর চোখমুখে ভয়ের ছাপ ছিল স্পষ্ট। অভিযুক্ত নিজের প্রেমিকাকে হত্যার কথা ওই আধিকারিককে বলেন। তিনি বলেছেন, গাড়ির সামনের আসনে মৃতদেহ রাখা ছিল। দেখেই বোঝা গিয়েছিল যে, গলা কেটে খুন করা হয়েছে। গাড়ির পিছনের আসনে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়।
পুলিশের ওই আধিকারিক আদালতে জানিয়েছেন যে, প্রায় পাঁচ বছর মৃত মহিলার সঙ্গে সম্পর্ক ছিল অভিযুক্তর। কিন্তু ঘটনার কিছুদিন আগে সে জানতে পারে যে, অন্য এক জনের সঙ্গে যোগাযোগ রেখে তিনি তাকে ধোঁকা দিচ্ছেন। অভিযুক্ত মৃতের পরিবারের কাছে ই-মেল করে হুমকি দিয়েছিল যে, এই প্রতারণার নিষ্পত্তি না করতে পারলে তাঁদের মেয়েকে খুন করবে সে।
পুলিশ জানিয়েছেন, গার্লফ্রেন্ডের সঙ্গে উত্তপ্ত বচসার পর তাঁকে খুন করে অভিযুক্ত। ওই সময় সে একটি মলের বাইরে গাড়িতে ছিল। এরপর নিকটবর্তী একটি রেস্তোঁরায় গিয়ে খাবার অর্ডার করে এবং জলের বোতল নেয়। প্রায় ৪৫ মিনিট শহরের রাস্তায় ঘোরার পর সে পুলিশের কাছে যায়।
দুবাইতে গার্লফ্রেন্ডকে খুন করে গাড়ির সামনের আসনে বসিয়ে ৪৫ মিনিট ঘোরাফেরা করে থানায় আত্মসমর্পণ ভারতীয় যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Mar 2020 06:35 PM (IST)
সংযুক্ত আরব আমিরশাহীতে এক ভারতীয়র বিরুদ্ধে তার গার্লফ্রেন্ডকে খুনের অভিযোগ। শুধু তাই নয়, গার্লফ্রেন্ডের মৃতদেহ গাড়ির সামনে আসনে বসিয়ে প্রায় ৪৫ মিনিট শহরের রাস্তায় ঘোরাফেরা করে বলে অভিযোগ।
ফাইল ছবি
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -