দুবাই: ইথিওপিয়ার বাসিন্দা এক ৩২ বছরের মহিলা দুবাইয়ে এক বাড়িতে আয়ার কাজ করত। তার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনল শিশুটির বাবা-মা। জানা গিয়েছে, যে শিশুকে দেখাশোনার দায়িত্ব ছিল ওই মহিলার ওপর, সেই দুবছরের শিশুর ওপরই যৌন হেনস্থা চালাত সে। শুধু তাই নয়, ওই দুধের শিশুকে কীভাবে জাপটে ধরতে হয় সেটাও সে শেখায়। এই ঘটনা প্রথমে নজরে আসে যখন শিশুটির মা দেখে, সে কিছুটা অদ্ভূত ভাবে আয়ার উন্মুক্ত বক্ষে হাত দিয়ে বসে আছে। এরপর শিশুটিকে তার মা জিজ্ঞেস করলে সে জানায়, ওই আয়াই তাকে এভাবে ধরতে শিখিয়েছে।
খালিজ টাইমসে প্রকাশিত খবর অনুযায়ী, এই ঘটনাটি ঘটেছিল ২০১৩ সালের ৬ অক্টোবরের আগে। আপাতত মহিলার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। আগামী ২১ মে এই মামলার রায়দান।
প্রথমে স্বামীকে এই কথা শিশুটির মা ভয় জানাননি। তাঁর মনে হয়েছিল এই কথা জানলে তাঁর স্বামী আয়াকে বেধড়ক মারতে পারেন। এরফলে তাঁরা অন্য কোনও আয়া নাও পেতে পারেন তাঁরা। তবে তিনি নিজে ডেকে আয়াটিকে এধরনের কাজ করতে বারণ করে দেন।
প্রসঙ্গত, আয়ার এধরনের আচরণের মারাত্মক প্রভাব পড়ে শিশুটির মনে। শিশুটির বাবা জানান, তাঁরা যখনই তাঁকে বাইরে নিয়ে যেতে চাইতেন শিশুটি অন্ধকার জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে চেঁচাতো। এমনকি বাড়িতে কোনও মহিলা অতিথি দেখলে তাঁকে গিয়েই আগে কামড়ে দিত সে। বাচ্চাটি তার মাকে সব জানিয়ে দিয়েছে বুঝতে পেরে প্রথমে পালিয়ে যায় ওই মহিলা।
দুবছরের শিশুকে যৌন হেনস্থা করে কিভাবে মেয়েদের জাপটে ধরতে হয়, শেখালো আয়া!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Mar 2017 03:07 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -