দুবাই: খুব শীঘ্রই বিশ্বের সর্বোচ্চ স্থাপত্যের শিরোপা কি হারাতে চলেছে বুর্জ খালিফা?

খবরে প্রকাশ, আর কয়েক বছরের মধ্যে দুবাইতে গড়ে উঠতে চলেছে বুর্জের থেকেও উঁচু অট্টালিকা। সম্প্রতি, তার নকশা প্রকাশিত হয়েছে। নির্মাণকারী সংস্থা এমারের চেয়ারম্যান মহম্মদ আলাবার জানান, দুবাই শহরের ক্রীক হার্বার অঞ্চলে ৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে উঠবে ওই বিশাল টাওয়ার।

যদিও, ওই নতুন অট্টালিকার প্রকৃত উচ্চতা ঠিক কত হবে, তা এখনই খোলসা করা হয়নি, তবে এমারের তরফে জানানো হয়েছে, তা বুর্জের থেকে সামান্য বেশিই হবে। প্রসঙ্গত, বুর্জ খালিফার উচ্চতা হল ৮২৮ মিটার বা ২৭০০ ফুট। নতুন প্রকল্পটির আনুমানিক খরচ ধার্য করা হয়েছে ১ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৬,৫০০ কোটি টাকা)। সেখানে বুর্জ নির্মাণে খরচ হয়েছিল প্রায় ১.৫ বিলিয়ন মার্কিন ডলার।

জানা গিয়েছে, নতুন বিল্ডিংয়ের নকশা তৈরি করেছে স্প্যানিশ-সুইস স্থপতিশিল্পী স্যান্টিয়াগো কালাতরাভা ফল্স। বিল্ডিংয়ে ১৮-২০টি মিক্সড-ইউজ (অর্থাত, বাণিজ্যিক বা থাকার জন্য ব্যবহার করা যায়) ফ্লোর থাকবে। পাশাপাশি, সেখানে একাধিক রেস্তোরাঁ এবং একটি বুটিক হোটেল থাকবে বলেও জানা গিয়েছে। আলাবার আশা প্রকাশ করেন, এই প্রকল্পটি ২০২০ সালের মধ্যেই শেষ হয়ে যাবে।