লন্ডন: দ্বারকানাথ ঠাকুরের নতুন আবক্ষ মূর্তি বসতে চলেছে ইংল্যান্ডে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর্দা দ্বারকানাথ ছিলেন ভারতীয় প্রথম শিল্পপতিদের অন্যতম, যাঁদের ‘মার্চেন্ট প্রিন্স’ হিসেবে উল্লেখ করা হতো।


উনবিংশ শতাব্দীর গোড়ায় দ্বারকানাথ একাধিক ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ করেছিলেন। সেই তালিকায় ছিল স্টিম ইঞ্জিন থেকে শুরু করে ব্যাঙ্কিং। বেঙ্গল হেরিটেজ ফাউন্ডেশনের সভাপচতি সৌরভ নিয়োগী বলেন, খুব কম ভারতীয় জানেন, লন্ডনে প্রিন্স দ্বারকানাথের সৌধ রয়েছে। কয়লা থেকে শুরু করে ব্যাঙ্কিং, বাণিজ্য—তিনিই প্রথম সাফল্যের সঙ্গে বাংলায় শিল্প এনেছেন। একইসঙ্গে, ভারতের আন্তর্জাতিককরণ করেছেন।


তিনি যোগ করেন, দ্বারকানাথের আবক্ষ মূর্তি তৈরি করে বাংলার এক মহান সন্তানকে শ্রদ্ধার্ঘ্য এবং একইসঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর ঐতিহ্য তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস করা হয়েছে। লন্ডন শারদ উৎসবের সভাপতি অনির্বাণ মুখোপাধ্যায় জানান, মূর্তি উন্মোচনের সময় প্রধান অতিথি হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানোর ভাবনাচিন্তা করা হচ্ছে।


১৮৪৬ সালের অগাস্ট মাসে মাত্র ৫২ বছর বয়সে ইংল্যান্ডে মারা যান দ্বারকানাথ। উত্তর-পশ্চিম লন্ডনের কেনসল গ্রিন সেমেটারিতে তাঁকে সমাধিস্থ করা হয়। প্রিন্স দ্বারকানাথের অন্ত্যেষ্টিতে ‘রাজকীয়তা’ বজায় রাখতে চারটি গাড়ি পাঠিয়েছিলেন ইংল্যান্ডের তৎকালীন রানী ভিক্টোরিয়া ও তাঁর স্বামী প্রিন্স অ্যালবার্ট।