হিউস্টন: আমেরিকার বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জেনারেল মোটর্সের চিফ ফিনান্স অফিসার হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত দিব্যা সূর্যদেবারা। আপাতত সংস্থার কর্পোরেট ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট, ১ সেপ্টেম্বর বর্তমান সিএফও চাক স্টিভেন্সের অবসরের পর তাঁর পদাভিষিক্ত হবেন তিনি।


৩৯ বছরের দিব্যার জন্ম, বেড়ে ওঠা চেন্নাইয়ে। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তর সম্পূর্ণ করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি এমবিএ করতে যান। ২০০৫ সালে ২৫ বছর বয়সে তিনি যোগ দেন জেনারেল মোটর্স বা জিএমে। তার আগে চার্টার্ড ফিনান্সিয়াল অ্যানালিস্ট ও অ্যাকাউন্ট্যান্ট হিসেবে তিনি কাজ করেছেন ইউবিএস ও প্রাইসওয়াটারহাউসকুপার্সে।

গত জুলাই থেকে দিব্যা জিএমের কর্পোরেট ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট। সংস্থার সিইও মেরি বারা, ২০১৪ সাল থেকে এই পদে রয়েছেন, তাঁর কাছেই রিপোর্ট করবেন দিব্যা। মেরি ও দিব্যা গাড়ি শিল্পে এত উচ্চ পদে থাকা প্রথম দুই মহিলা, অন্য কোনও আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারী সংস্থায় মহিলা সিইও, বা সিএফও নেই। মেরি এক বিবৃতিতে জানিয়েছেন, দিব্যার অভিজ্ঞতা ও আর্থিক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গত কয়েক বছরে সংস্থায় বাণিজ্যে ক্ষেত্রে যথেষ্ট লাভদায়ক হয়েছে।