জাকার্তা : "আমি মাঠে ছিলাম। লোকজন আতঙ্কে দৌড়াচ্ছিল। আমি এখনও... ভয় পাচ্ছি।" আতঙ্কের ছাপ যেন কাটতেই চাইছে না । সেই সঙ্গে মনে সুনামির শঙ্কা। কাঁপা গলায় বললেন , অ্যাডোনারা দ্বীপের বাসিন্দা নুরাইনি । 


USGS র সময় অনুসারে তখন রাত তিনটে বেজে গিয়েছে। তবে সে দেশে কাজের সময়। ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia )  । সেই সঙ্গে আবারও সুনামির সতর্কতা জারি হল এখানে। 


USGS সূত্রে খবর,  সোমবার রাত প্রায় ৩টে বেজে ২০ মিনিট ২৩ সেকেন্ডে ( 0320 GMT) কম্পন অনুভূত হয়।  রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৬। US Geological Survey  সূত্রে খবর,   ফ্লোরেস দ্বীপ থেকে উত্তর-পশ্চিমে প্রায় ১১৩ কিলোমিটার দূরে ( Nusa Tenggara province) সমুদ্রের গভীরে কম্পন তৈরি হয়। 


যে এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেখান থেকে তাৎক্ষণিকভাবে কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। 


' ভূমিকম্পের সময় আমি আমার ফোন দেখছিলাম। আমি ৩০ সেকেন্ডের জন্য  কম্পন অনুভব করেছি। বেশ শক্তিশালী ছিল," দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির বুটনের বাসিন্দা আলওয়ান এই প্রতিক্রিয়া সংবাদমাধ্যমকে জানান।  যে এলাকায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে এই এলাকাও পড়ে।


এর আগে ২০১৮ র সেপ্টেম্বরে, তীব্র ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ায় আছড়ে পড়ে সুনামি। বহু ক্ষয়ক্ষতি হয়।  তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। সেই বছরই অগাস্টে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল  ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র লম্বক। মৃত্যু হয় ৯১ জনের। আহত হন শতাধিক। রিখ্টার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭। ক্ষতিগ্রস্ত ছিল হাজারেরও বেশি বাড়ি। ভূমিকম্পের জেরে লম্বক, বালি ও পূর্ব জাভার একাংশে সেবারও জারি করা হয় সুনামি সতর্কতা।