কাঠমাণ্ডু: মাঝারি শক্তির ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। আজ নেপালের সময় ভোর ভোর সাড়ে পাঁচটা নাগাদ (ভারতীয় সময় ৫টা ৪২ মিনিট) ভূকম্পন অনুভূত হয় নেপালে। 


মার্কিন ভূতত্ত্ব গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে কাঠমাণ্ডু থেকে ১১৩ কিলোমিটার উত্তর-পশ্চিম তথা পোখরা থেকে ৩৫ কিলোমিটার পূর্বে নেপালের লামজুং প্রদেশে উৎস হওয়া এই কম্পনের তীব্রত ছিল রিখটার স্কেলে ৫.৩। 


এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 


বিস্তারিত একটু পরেই...