নয়া দিল্লি: বোমা হামলার (Bomb Blast) আশঙ্কায় ফ্রান্সের (France) রাজধানী প্যারিসের (Paris) বিখ্যাত আইফেল টাওয়ার (Eiffel Tower) খালি করা হয়েছে। শনিবার নিরাপত্তা সতর্কতার কারণে আইফেল টাওয়ারের তিনটি তলা ও এর সামনের চত্বর খালি করা হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বোমা হামলার হুমকি পেয়ে নিরাপত্তাজনিত কারণে তড়িঘড়ি করে খালি করা হয়েছে ফ্রান্সের বিখ্যাত আইফেল টাওয়ার।
ফ্রান্সের সবচেয়ে বিখ্যাত এই টাওয়ার দেখতে প্রত্যেক বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ প্যারিসে যান। যা গত বছর ৬২ লাখের বেশি মানুষ টাওয়ারটি দেখতে প্যারিসে গিয়েছিলেন।
আইফেল টাওয়ারের পরিচালনা সংস্থা বলেছে, বোমা নিষ্ক্রিয়করণ বিশেষজ্ঞদের পাশাপাশি পুলিশ টাওয়ারের একটি তলায় অবস্থিত রেস্তোরাঁসহ পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে।
প্যারিসের এই আইফেল টাওয়ারের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে SETE নামের একটি সংস্থা। শনিবার বিস্ফোরণের হুমকি মিলতেই বম্ব স্কোয়াডকে খবর দেয় তারা। এর পরই গোটা এলাকা ঘিরে ফেলে ফরাসি পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। আইফেল টাওয়ার-সংলগ্ন হোটেল, রেস্টুরেন্টও খালি করে তল্লাশি চালায় বম্ব স্কোয়াড ও প্যারিস পুলিশ।
আরও পড়ুন, 'দোষীকে ফাঁসি দিয়ে আমার বুকের জ্বালা মেটান', মুখ্যমন্ত্রীকে করুণ আর্তি স্বপ্নদীপের বাবার
SETE সংস্থার মুখপাত্র বলেন, 'এটা একটা অদ্ভুত ঘটনা। এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমরা কখনও হইনি।' অন্যদিকে প্যারিস পুলিশের মুখপাত্র জানান, এই ধরনের ঘটনা বিরল। তবে বোমাতঙ্ক কীভাবে ছড়াল, সে ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। শেষ পাওয়া খবর পর্যন্ত, আইফেল টাওয়ার বা সংলগ্ন এলাকায় বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু মেলেনি। তবে এর নেপথ্যে কাদের হাত রয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে ফরাসি পুলিশ।
বিখ্যাত এই টাওয়ারটির নির্মাণ কাজ ১৮৮৭ সালের জানুয়ারিতে শুরু হয় এবং ৩১ মার্চ, ১৮৮৯ সালে তা শেষ হয়। ১৮৯৯ সালের বিশ্ব মেলার সময় স্থাপনাটি দেখতে ২০ লক্ষ মানুষ এসেছিল। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ার পরেই বোম স্কোয়াডের একটি দল এলাকায় যায়। ভিডিওর মাধ্যমে নজরদারি শুরু করেন তারা।