নয়াদিল্লি: সৌদি আরবের নাজরান প্রদেশে ১০ ভারতীয় শ্রমিকের আগুনে মৃত্যু হল। জানালাহীন যে বাড়িতে তাঁরা থাকতেন, সেখানেই আগুন লাগে। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়, আহত হয়েছেন ৬ জন।

মৃতদের মধ্যে রয়েছেন ১ বাংলাদেশি শ্রমিকও।

হতাহতরা সকলেই স্থানীয় একটি নির্মাণ সংস্থায় কাজ করতেন, থাকতেন নাজরান প্রদেশের ফইসালিয়াহ জেলার সোনার বাজারের কাছে, একটি পুরনো বাড়িতে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, বাড়িটিতে কোনও জানালা ছিল না। ফলে আগুনের ধোঁয়া ভেতরে ছড়িয়ে পড়ায় এতজনের একসঙ্গে মৃত্যু হল।

বিষয়টির তদন্তের নির্দেশ দিয়েছে তারা। এ ধরনের বাড়ি ভাড়ায় দেওয়া বন্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াধের ভারতীয় দূতাবাস এ বিষয়ে এখনও কোনও খবর দিতে পারেনি। কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ জানিয়েছেন, এই দুর্ঘটনা সম্পর্কে তিনি অবগত, পরিস্থিতির দিকে নজর রাখছেন। জেড্ডার কনসাল জেনারেলের সঙ্গে কথাও বলেছেন তিনি। দূতাবাস কর্মীরা খুব দ্রুত ঘটনাস্থলে যাবেন।