নয়াদিল্লি: ফের বাবা হলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্য়ক্তি তথা টেসলা কর্তা ইলন মাস্ক (Elon Musk), তাও আবার যমজ সন্তানের (TEsla Chief)। তাঁর অধীনে কর্মরত এক মহিলাই, ইলনের সন্তান ধারণ করেছেন বলে জানা গিয়েছে। মাস দুয়েক আগে টেক্সাসের আদালতে যৌথ আবেদনপত্র জমা দেন ইলন এবং শিভঁ জিলিস নামের ওই মহিলা। তাতে দুই সন্তানের নামের পাশে প্রথমে জিলিস এবং শেষে মাস্ক পদবী যোগ করার অনুমতি চাওয়া হয়। একমাস পর তাতে সায় দেয় আদালত।


নবমতম সন্তানের বাবা হলেন ইলন মাস্ক


সম্প্রতি ওই আবেদনপত্রটি সামনে এসেছে। তাতেই সাড়া পড়ে গিয়েছে। কারণ একটি, দু'টি বা তিনটি নয়, ৫১ বছরের ইলন এই নিয়ে নয় সন্তানের বাবা হলেন।  এর আগে, কানাডার গায়িকা গ্রাইমস-এর সঙ্গে দুই সন্তান হয় ইলনের। কানাডার প্রখ্যাত লেখিকা, প্রথম স্ত্রী জাস্তিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। গত বছর ডিসেম্বর মাসে গ্রাইমস এবং ইলনের দ্বিতীয় সন্তান জন্ম নেয়। তবে তত দিনে তাঁদের সম্পর্কের সুতো কেটে গিয়েছিল বলে শোনা যায়। আলাদা থাকতে শুরু করেন তাঁরা। 


আরও পড়ুন: COVID new Variant: ওমিক্রন থেকেই BA.2.75-এর আবির্ভাব, ভারতে করোনার নতুন রূপ, নিশ্চিত করল WHO


গ্রাইমসের সঙ্গে সম্পর্কের ওঠাপড়া চলাকালীনই প্রাক্তন প্রেমিকা, হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে নতুন করে ইলনের সম্পর্ক জোড়া লাগছে বলে শোনা যায়। কিন্তু প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে বিবাহবিচ্চেদ মামলা নিয়ে সেইসময় কার্যত ঘেঁটে ছিলেন অ্য়াম্বার। তাই সম্পর্ক জোড়াও লাগেনি তাঁদের। 


একাধিক সম্পর্কের টানাপোড়েন কাটিয়ে উঠেছেন মাস্ক


তার মধ্যেই নিজের সংস্থার কর্মীর সঙ্গে ইলনের জন্ম নেওয়ার খবর সামনে এল। আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, শিভঁ, মাস্কের নিউরো চিপ সংস্থা 'নিউরালিঙ্ক'-এর ডিরেক্টর। ২০১৭ সালে ওই সংস্থায় যোগ দেন তিনি। এর পাশাপাশি, টেসলার প্রজেক্ট ডিরেক্টর হিসেবেও নিযুক্ত হন শিভঁ। তবে ২০১৯ পর্যন্ত ওই পদে ছিলেন তিনি। ইলনের সঙ্গে ট্যুইটারের চুক্তি পাকা হয়ে গেলে, সেখানে শিভঁকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে বলে খবর।  তবে সম্পর্ক, সন্তান, কোনও কিছু নিয়েই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি ইলন এবং শিভঁ।