আবুধাবি: অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার জন্য আবু ধাবির একটি হাসপাতালে ভর্তি হলেন মিশরের তরুণী এমান আহমেদ।


গতকালই, বিশেষ বিমানে করে মুম্বই থেকে আবুধাবি রওনা দেন এমান। সেখানকার ভিপিএস বুর্জিল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। আগামী এক বছর ধরে সেখানে তাঁর শারীরিক, মানসিক রিহ্যাবের পাশাপাশি ফিজিওথেরাপির বিশেষ প্রক্রিয়া চলবে। এর জন্য মোট ২০ জন বিশেষজ্ঞ এমানের চিকিৎসার দায়িত্বে থাকবেন।


জানা গিয়েছে, মুম্বইয়ের মতো এখানেও এমানের জন্য হাসপাতালে বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছে। যেমন ঘর, শৌচাগার ও চিকিৎসা-যন্ত্রপাতি। জানা গিয়েছে, অস্ত্রোপচারের ফলে এখন ওজন কমায় এমান অনেকটাই নড়াচড়া করতে পারছেন। হাসপাতালের অন্যতম কর্তা সানেত মেয়ার বলেন, আমরা চাই, মুম্বইতে যে চিকিৎসা পেয়েছেন এমান, এখানে তা সম্পূর্ণ করুন।


গত কয়েকমাস ধরে মুম্বইয়ের সৈফি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি ছিলেন ৩৭ বছরের এমান। ফেব্রুয়ারি মাসে তাঁকে যখন আনা হয়েছিল তখন এমানের ওজন ছিল প্রায় ৪৯৮ কেজি। হাসপাতালের বারিয়াট্রিক সার্জন মফজ্জল লাকড়াওয়ালার নেতৃত্বাধীন বিশেষ মেডিক্যাল টিমের অধীনে একাধিক জটিল অস্ত্রোপচারের পর এমানের ওজন ৩২৩ কেজি কমানো হয়। বর্তমানে তাঁর ওজন ১৭৬ কেজি।