ইসলামাবাদ: হোয়াটসঅ্যাপে ধর্ম সম্পর্কে আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে হিন্দু যুবক গ্রেফতার পাকিস্তানের বালুচিস্তানে। লাসবেলা জেলা থেকে প্রকাশ কুমার নামে পেশায় দোকানদার ওই যুবককে গতকাল গ্রেফতার করা হয়, তাঁর বিরুদ্ধে স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে। পুলিশ মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে। যে সেলফোনে ওই বার্তা পাঠানো হয়েছে বলে অভিযোগ, বাজেয়াপ্ত করা হয়েছে সেটিও। স্থানীয় আদালত তাঁকে জেলে পাঠিয়েছে যাতে জেরা করা যায়।
প্রকাশের দোকান বন্ধ করে দেওয়ার দাবিতে স্থানীয় লোকজন থানার বাইরে বিক্ষোভও দেখায়।


পাকিস্তানে বিতর্কিত ধর্ম অবমাননা আইন চালু হয়েছিল আশির দশকে, প্রাক্তন সামরিক শাসক জেনারেল জিয়াউল হকের আমলে। এই আইনে অভিযুক্ত হলে কট্টরপন্থীদের নিশানায় পরিণত হওয়া প্রায় নিশ্চিত। দুষ্কৃতীরা এর অপব্যবহার করে। ধর্মীয় গোষ্ঠীগুলির বাধাদানে এই আইনে সংস্কার ঘটানোর চেষ্টা ব্যর্থ হয়েছে।

২০১১ সালে এই আইনের সমালোচনা করায় পঞ্জাবের প্রাক্তন গভর্নর সলমন তসিরকে হত্যা করে তাঁর পুলিশ দেহরক্ষী। গত মাসে খাইবার-পাখতুনখাওয়া প্রদেশে ধর্ম অবমাননার অভিযোগে সহপাঠীদের হাতে খুন হয় সেখানকার বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া।