কলম্বো: গোষ্ঠী সংঘর্ষের পরিপ্রেক্ষিতে ১০ দিনের জরুরি অবস্থা জারি শ্রীলঙ্কায়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই জরুরি অবস্থা জারি করেছে শ্রীলঙ্কা সরকার।
ক্যান্ডিতে জাতিগত হিংসার জেরে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে পুলিশ এদিন সকালে ফের কার্ফু জারি করে। এরপরই জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শ্রীলঙ্কা সরকারের মন্ত্রী মানো গণেশন বলেছেন, এদিন সকালে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে সরকার দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে।
উল্লেখ্য, এই মুহূর্তে টি ২০ সিরিজ খেলতে কলম্বোয় রয়েছে ভারতীয় দল। বিসিসিআই সূত্রে খবর, কলম্বোর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। এদিনই নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে ভারত।
ভারতীয় দলের মিডিয়া সেলের পক্ষ থেকে জারি বিবৃতিতে বলা হয়েছে, শ্রীলঙ্কায় কার্ফু ও জরুরি অবস্থা ঘোষণার খবর পাওয়া গিয়েছে। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে সংশ্লিষ্ট নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে কথা বলা হয়েছে। এতে নিশ্চিত হওয়া গিয়েছে যে, কলম্বোর পরিস্থিতি একেবারেই স্বাভাবিক।
অর্থাত্, ত্রিদেশীয় সিরিজের খেলায় কোনও ব্যাঘাতই হবে না।
শ্রীলঙ্কায় জারি জরুরি অবস্থা, কলম্বোয় বিশেষ কোনও সমস্যা নেই, জানাল টিম ইন্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Mar 2018 04:50 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -