লন্ডন: কাশ্মীর নিয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন ব্রিটেনের এমপি বব ব্ল্যাকম্যান। লন্ডনে কাশ্মীরি পণ্ডিতদের এক অনুষ্ঠানে কনজারভেটিভ পার্টির এই এমপি বলেন, ‘গোটা জম্মু ও কাশ্মীরই সার্বভৌম ভারতের অংশ। যারা রাষ্ট্রপুঞ্জের প্রস্তাব কার্যকর করার দাবি জানায়, তারা প্রথম প্রস্তাবটিকেই অগ্রাহ্য করে। সেই প্রস্তাব হল, কাশ্মীরের পুনর্মিলন ঘটানোর জন্য পাকিস্তানের সেনাবাহিনীকে সরে যেতে হবে।’


ব্ল্যাকম্যানকে ধন্যবাদ জানিয়ে ব্রিটেনে ভারতের হাই কমিশনার রুচি ঘনশ্যাম ট্যুইট করেছেন, ‘আমরা কাশ্মীরি পণ্ডিতদের কথা স্মরণ করছি। বহু কাশ্মীরির বাড়ি-ঘর হারানোর আবেগের কথা তুলে ধরেছে শিশু ও ব্রিটেনে কাশ্মীরি পণ্ডিতদের সংগঠনের শুভানুধ্যায়ীরা। শিশুরা দুর্দান্ত নাটক ও ভরতনাট্যম প্রদর্শন করেছে। সমর্থনের জন্য বব ব্ল্যাকম্যানকে ধন্যবাদ।’

ব্ল্যাকম্যান বরাবরই বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে দাঁড়ান। তিনি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়াকে সমর্থন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক হিসেবে পরিচিত এই ব্রিটিশ এমপি। তিনি ফের ভারতকে সমর্থন করলেন।