ব্ল্যাকম্যানকে ধন্যবাদ জানিয়ে ব্রিটেনে ভারতের হাই কমিশনার রুচি ঘনশ্যাম ট্যুইট করেছেন, ‘আমরা কাশ্মীরি পণ্ডিতদের কথা স্মরণ করছি। বহু কাশ্মীরির বাড়ি-ঘর হারানোর আবেগের কথা তুলে ধরেছে শিশু ও ব্রিটেনে কাশ্মীরি পণ্ডিতদের সংগঠনের শুভানুধ্যায়ীরা। শিশুরা দুর্দান্ত নাটক ও ভরতনাট্যম প্রদর্শন করেছে। সমর্থনের জন্য বব ব্ল্যাকম্যানকে ধন্যবাদ।’
ব্ল্যাকম্যান বরাবরই বিভিন্ন ইস্যুতে ভারতের পাশে দাঁড়ান। তিনি জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়াকে সমর্থন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থক হিসেবে পরিচিত এই ব্রিটিশ এমপি। তিনি ফের ভারতকে সমর্থন করলেন।