নিউ ইয়র্ক: যারা বাবার সমালোচনা করছে, তারা কেউ মানুষ নয়। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক। তিনি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছেন, ‘এর আগে কোনওদিন এই ধরনের ঘৃণা দেখিনি। আমার বাবাকে যখন আক্রমণ করা হচ্ছে, তখন যাবতীয় নীতি জানলার বাইরে উড়ে গিয়েছে। যারা সমালোচনা করছে, তারা কেউ মানুষই নয়।’

ডেমোক্রেটিক পার্টিকে আক্রমণ করে এরিক দাবি করেছেন, তাদের নিজেদের কোনও বার্তা নেই। সেই কারণেই তারা ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মহান ব্যক্তি এবং তাঁর পরিবারকে ক্রমাগত বাধা দিয়ে চলেছে। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির চেয়ারম্যান টম পেরেজকেও আক্রমণ করেছেন এরিক। তাঁর আক্রমণের হাত থেকে সংবাদমাধ্যমও রেহাই পায়নি। তাঁর দাবি, সংবাদমাধ্যম নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে।