লাহৌর: স্ত্রী ছেড়ে চলে গিয়েছেন। অনেক বুঝিয়েও বাড়ি ফেরাতে পারেননি। সেই রাগেই ৫ সন্তানকে খুন করে নিজেও আত্মঘাতী বছর ৩৫-এর এক ব্যক্তি। পাকিস্তানের পঞ্জাবের ঘটনা।
পুলিশ জানিয়েছে, চিনিয়টের ললিতান তেহসিলের বাসিন্দা ওই ব্যক্তির নাম হুসেন। স্ত্রী সাজিদা বেগমের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় তাঁর। কয়েক মাস আগে বাপের বাড়ি চলে যান স্ত্রী। বাড়িতে ৪ ছেলে ও ১ মেয়ে নিয়ে একাই থাকতেন হুসেন। বহুবার বুঝিয়েও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেননি তিনি। সংসারের ওপর চরম বিতৃষ্ণা থেকেই আত্মহত্যার পথ বেছে নেন হুসেন। নিজে গলায় দড়ি দেওয়ার আগে খুন করেন ১০ বছরের মেয়ে এবং চার ছেলেকে। এদের সবারই বয়স ৩ থেকে ৮-এর মধ্যে।
অনেক বোঝালেও ফেরেননি স্ত্রী, রাগে ৫ সন্তানকে মেরে আত্মঘাতী বাবা
Web Desk, ABP Ananda
Updated at:
06 Dec 2016 05:29 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -