রিও দে জেনেইরো: ফুটবলের দেশ ব্রাজিলে এখন করোনা নিয়ে ত্রাহি ত্রাহি রব। আক্রান্ত পেলের দেশের প্রায় ৫ লক্ষ মানুষ। তবে তারই মধ্যে অলৌকিকভাবে করোনা থেকে সেরে উঠল ৫ মাসের এক শিশুসন্তান।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শিশুটির অবস্থা এতটাই সঙ্কটজনক ছিল যে, ৫৪ দিন হাসপাতালে ভর্তি ছিল সে। যার মধ্যে ৩২ দিন কোমায় ছিল।

শ্বাসকষ্টের জন্য শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল উদ্বিগ্ন মা-বাবা। প্রথমে ব্যাক্টিরিয়া সংক্রমণের চিকিৎসা করার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরে অন্য একটি হাসপাতালে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।