লাহৌর: দেশের প্রথম শিখ পুলিশ অফিসার ও তাঁর পরিবারকে ঘরছাড়া করার জন্য ইভাক্যুয়ি ট্রাস্ট প্রপার্টি বোর্ড (ইটিপিবি) সদস্য এবং পুলিশ অফিসারকে অবমাননা নোটিস ধরাল পাকিস্তানের একটি আদালত।


গুলাব সিংহ শাহিন গতকাল একটি ভিডিও-বার্তায় দাবি করেন, লাহৌরের ডেরা চহাল গ্রামে তাঁকে তাঁর বাড়ি থেকে স্ত্রী-সন্তানদের সমেত উচ্ছেদ করা হয়। তিনি জানান, ইটিপিবি-র সঙ্গে একটি জমি বিবাদকে কেন্দ্র করেই তাঁকে এভাবে বেআইনিভাবে উচ্ছেদ করা হল।


উচ্ছেদের বিরুদ্ধে গতকালই ইটিপিবি-র দুই সদস্য এবং পাক পঞ্জাব প্রদেশের এক পুলিশ অফিসারের বিরুদ্ধে শাহিন অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে। ফলত, বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন প্রথম পাক শিখ পুলিশ অফিসার।


আদালতে, শাহিন অভিযোগ করেন, ইটিপিবি-র সঙ্গে দায়রা আদালতে তাঁর একটি মামলা চলছে। তা সত্ত্বেও, ১০ তারিখ পুলিশ ইনস্পেক্টর ইমতিয়াজ তাঁর বাড়িতে হানা দিয়ে উচ্ছেদ করে আসে। তাঁর আরও অভিযোগ, বাধা দিতে গেলে পুলিশ তাঁর হাত ভেঙে দেয়।


শাহিনের অভিযোগের প্রেক্ষিতে ওই পুলিশ অফিসার ও ইটিপিবি-র দুই সদস্যের বিরুদ্ধে অবমাননার নোটিস পাঠায় আদালত।


আরও পড়ুন:


পাকিস্তানের প্রথম শিখ পুলিশ অফিসারকে মারধর, জোর করে বাড়ি থেকে উচ্ছেদের অভিযোগ