নয়াদিল্লি: মানুষের জীবনে প্রেম খুবই স্বাভাবিক ঘটনা। অনেকেই প্রেমে পড়েন। কিন্তু সব প্রেম সফল হয় না। পূরণ হয় না একসঙ্গে ঘর বাঁধার স্বপ্ন। প্রেম ভেঙে গেলে পুরানো সম্পর্ক ভুলে জীবনে সামনের দিকে পা বাড়িয়ে দিতে হয়। ইন্দোনেশিয়ার এক যুগলের কাহিনীও এমনই ছিল। তাঁদের প্রেম টেকেনি। তবে জীবন থেমে থাকেনি। তাঁরা যে যাঁর মতো জীবনে এগিয়ে চলার পথ বেছে নেন। কিন্তু সেই কাহিনীতে এল নতুন মোড়। সেই ঘটনাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়েছে।  ইন্দোনেশিয়ার ওই তরুণীর বিয়ের আসরে চলে এসেন প্রাক্তন প্রেমিক।

এতটুকু জেনে মনে হতেই পারে, এরপর বুঝি চরম অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। ঝগড়া-ঝামেলা শুরু হয়ে যায়। কিন্তু আদপেই এমনটা ঘটেনি। কিন্তু যা ঘটল, সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।



আর এই ভিডিও শেয়ার করেছেন স্বয়ং কনে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের বেশে বর ও কনে অনুষ্ঠানে রয়েছেন। সেখানে চলে আসেন এক যুবক। ওই যুবকও কনের প্রাক্তন প্রেমিক। যুবক এসে শান্ত ভঙ্গিতে এগিয়ে গিয়ে তাঁর প্রাক্তন প্রেমিকাকে অভিনন্দন জানাতে এগিয়ে যান। কনের প্রতি হাত বাড়িয়ে দেন। এরইমধ্যে কনে তাঁর স্বামীকে জিজ্ঞাসা করেন, তিনি কি তাঁর প্রাক্তন প্রেমিককে একবার আলিঙ্গন করতে পারেন। এতে সায় দেন তাঁর স্বামী। এরপর প্রাক্তন প্রেমিক-প্রেমিকা একে অপরের সঙ্গে হাত মেলান এবং আলিঙ্গন করেন।

পরে বরকেও আলিঙ্গন করেন কনের প্রাক্তন প্রেমিক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। এতে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা।

প্রেমের সম্পর্কে বিচ্ছেদ মানে যে  তিক্ততা নয়, তা এই ঘটনায় দেখা গিয়েছে। প্রাক্তন প্রেমিকাকে তাঁর আগামী জীবনের শুভেচ্ছা জানালেন ওই যুবক। আর সেইসঙ্গে কনেও তাঁর প্রাক্তন প্রেমিককে শুভেচ্ছা জানিয়েছেন। আর কনের স্বামীও কোনওরকম রক্ষণশীলতার পরিচয় দেননি। তিনিও ওই যুবকের সদিচ্ছাকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখেছেন।