অপহৃত জুডিথের উদ্ধারে প্রয়াস জোরদার করতে আফগান প্রেসিডেন্টকে অনুরোধ মোদীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2016 02:34 PM (IST)
NEXT
PREV
তাসখন্দ: কলকাতার মেয়ে জুডিথ ডি সুজার অপহরণকাণ্ডের পর দুটি সপ্তাহ কেটে গেলেও কোনও আশার আলো দেখা যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, তালিবান বা অন্য কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী তাঁকে অপহরণ করে বন্দি করে রেখেছে। আফগানিস্তানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করা জুডিথের ব্যাপারে এবার সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের ফাঁকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনিকে জুডিথকে নিরাপদে উদ্ধার করার প্রয়াস জোরদার করার অনুরোধ জানালেন তিনি।
ট্যুইট করে মোদী লিখেছেন, প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে আমার আলোচনায় আফগানিস্তানে কলকাতার মেয়ে জুডিথ ডিসুজার দুর্ভাগ্যজনকভাবে অপহৃত হওয়ার প্রসঙ্গ তুলেছি। জুডিথ ডিসুজাকে উদ্ধার করার প্রয়াসে গতি আনতে, তাঁর পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দিতে অনুরোধ করেছি প্রেসিডেন্ট গনিকে।
গত ৯ জুন কাবুলে নিজের অফিস থেকে বেরনোর পর অপহৃত হন আগা খান ফাউন্ডেশনের সিনিয়র টেকনিকাল উপদেষ্টার পদে থাকা ৪০ বছর বয়সি জুডিথ। তাঁকে উদ্ধার করতে ‘যথাসম্ভব’ উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে মোদীকে আগেই চিঠি দিয়েছে জুডিথের কলকাতা-নিবাসী পরিবার।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইতিমধ্যেই তাদের ভরসা দিয়েছেন, জুডিথকে নিরাপদে মুক্ত পে আনতে কোনও চেষ্টা বাদ রাখা হবে না।
তাসখন্দ: কলকাতার মেয়ে জুডিথ ডি সুজার অপহরণকাণ্ডের পর দুটি সপ্তাহ কেটে গেলেও কোনও আশার আলো দেখা যাচ্ছে না। আশঙ্কা করা হচ্ছে, তালিবান বা অন্য কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী তাঁকে অপহরণ করে বন্দি করে রেখেছে। আফগানিস্তানে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে কাজ করা জুডিথের ব্যাপারে এবার সক্রিয় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকের ফাঁকে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনিকে জুডিথকে নিরাপদে উদ্ধার করার প্রয়াস জোরদার করার অনুরোধ জানালেন তিনি।
ট্যুইট করে মোদী লিখেছেন, প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গে আমার আলোচনায় আফগানিস্তানে কলকাতার মেয়ে জুডিথ ডিসুজার দুর্ভাগ্যজনকভাবে অপহৃত হওয়ার প্রসঙ্গ তুলেছি। জুডিথ ডিসুজাকে উদ্ধার করার প্রয়াসে গতি আনতে, তাঁর পরিবারকে সম্ভাব্য সব সহায়তা দিতে অনুরোধ করেছি প্রেসিডেন্ট গনিকে।
গত ৯ জুন কাবুলে নিজের অফিস থেকে বেরনোর পর অপহৃত হন আগা খান ফাউন্ডেশনের সিনিয়র টেকনিকাল উপদেষ্টার পদে থাকা ৪০ বছর বয়সি জুডিথ। তাঁকে উদ্ধার করতে ‘যথাসম্ভব’ উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে মোদীকে আগেই চিঠি দিয়েছে জুডিথের কলকাতা-নিবাসী পরিবার।
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ইতিমধ্যেই তাদের ভরসা দিয়েছেন, জুডিথকে নিরাপদে মুক্ত পে আনতে কোনও চেষ্টা বাদ রাখা হবে না।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -