রাজন ফিরছেন, স্বাগত শিকাগো বিশ্ববিদ্যালয়ের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jun 2016 01:15 PM (IST)
NEXT
PREV
ওয়াশিংটন: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে সরে যাওয়ার পর রঘুরাম রাজন শিক্ষার জগতে ফিরে যাবেন বলে যে ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অফ বিজনেসের ডিন সুনীল কুমার বলেছেন, তাঁরা এখানে শিক্ষক হিসেবে রাজনের ফেরার অপেক্ষায় আছেন। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা শিক্ষকতার কাজে আরও বেশি সাহায্য করবে। রাজন শিক্ষকতায় ফেরার সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা খুব খুশি।
২০১৩ সালের অগাস্টে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে কাজ শুরু করেছিলেন রাজন। আগামী ৫ সেপ্টেম্বর তাঁর তিন বছরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। এই পদে আর থাকতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন রাজন। তিনি পড়াশোনার জগতে ফিরে যেতে চাইছেন। এরপরেই তাঁর পুরনো কর্মস্থল শিকাগো বিশ্ববিদ্যালয় তাঁকে স্বাগত জানিয়েছে।
আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আইআইএম আমদাবাদ থেকে এমবিএ করেন রাজন। এরপর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে পিএইচডি পান। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের প্রধান অর্থনীতিবিদ ছিলেন রাজন। ২০০৮-০৯ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা আসবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সারা বিশ্বেই অর্থনীতিবিদ হিসেবে শ্রদ্ধা আদায় করে নিয়েছেন তিনি।
ওয়াশিংটন: রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের পদ থেকে সরে যাওয়ার পর রঘুরাম রাজন শিক্ষার জগতে ফিরে যাবেন বলে যে ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাল মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল অফ বিজনেসের ডিন সুনীল কুমার বলেছেন, তাঁরা এখানে শিক্ষক হিসেবে রাজনের ফেরার অপেক্ষায় আছেন। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা শিক্ষকতার কাজে আরও বেশি সাহায্য করবে। রাজন শিক্ষকতায় ফেরার সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা খুব খুশি।
২০১৩ সালের অগাস্টে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হিসেবে কাজ শুরু করেছিলেন রাজন। আগামী ৫ সেপ্টেম্বর তাঁর তিন বছরের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে। এই পদে আর থাকতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন রাজন। তিনি পড়াশোনার জগতে ফিরে যেতে চাইছেন। এরপরেই তাঁর পুরনো কর্মস্থল শিকাগো বিশ্ববিদ্যালয় তাঁকে স্বাগত জানিয়েছে।
আইআইটি দিল্লি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে আইআইএম আমদাবাদ থেকে এমবিএ করেন রাজন। এরপর তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনলজি থেকে পিএইচডি পান। ২০০৩ থেকে ২০০৬ পর্যন্ত ইন্টারন্যাশনাল মানিটরি ফান্ডের প্রধান অর্থনীতিবিদ ছিলেন রাজন। ২০০৮-০৯ সালে বিশ্ব অর্থনীতিতে মন্দা আসবে বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সারা বিশ্বেই অর্থনীতিবিদ হিসেবে শ্রদ্ধা আদায় করে নিয়েছেন তিনি।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -