আফগানিস্তানে জোড়া বিস্ফোরণ, মৃত ২২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2016 03:35 AM (IST)
কাবুল: আফগানিস্তানের কাবুলে চলন্ত বাসে বোমা বিস্ফোরণে অন্তত ২০জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা, আহত বেশ কয়েকজন। তালিবান এই ঘটনার দায়স্বীকার করেছে। তবে খোদ রাজধানী কাবুলেই সোমবার ভোরের এই বিস্ফোরণ দেখিয়ে দিল, ক্রমাগত তালিবান হামলার মুখে আফগানিস্তানের নিরাপত্তা ব্যবস্থা এখনও কতটা অসহায় ও ভঙ্গুর। ঘটনায় কারা মারা গেছেন, তা নিয়ে দ্বিমত রয়েছে। এক পুলিশ আধিকারিক দাবি করেছেন, হলুদ রঙের বাসটিতে করে সরকারি কর্মীরা কাবুলের নানা অফিসে যাচ্ছিলেন। আর এক আধিকারিকের মতে, বাসটিতে ছিলেন নেপালি নিরাপত্তা রক্ষীরা। গত মাসে কাবুলের কাছে বিচার মন্ত্রকের কর্মী বোঝাই বাসে বিস্ফোরণে প্রাণ হারান পাঁচজন, আহত হন অনেকে। সেই বিস্ফোরণের দায়িত্বও স্বীকার করে তালিবান।