পাকিস্তান: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের (Pakistan) শিয়ালকোট ক্যান্টনমেন্ট (Sialkot military base) এলাকা। সেনাঘাঁটির অস্ত্র ভাণ্ডারে ওই বিস্ফোরণ হয়েছে বলে সূত্রের খবর। পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
গত ৪ মার্চ পাকিস্তানের মসজিদে (Pakistan Mosque) ভয়াবহ বোমা বিস্ফোরণ (Bomb Blast)। মৃত্যু হয়েছিল ৩০ জনের। জখমের সংখ্যা ছিল ৫০-এরও বেশি। পাকিস্তানের পেশওয়ারে শুক্রবার মসজিদে নমাজ চলাকালীন এই ঘটনা ঘটে। জিও নিউজ সূত্রের খবর।
জিও নিউজ সূত্রের দাবি, এটা একটি আত্মঘাতী হামলা। পেশওয়ারের কোচা রইলদারের কিসা খাওয়ানি বাজারের ঘটনাটি ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। জখমদের উদ্ধার করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর পাশাপাশি জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর কাজে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। এমনকী তাঁরা নিজেদের মোটর বাইক ও গাড়িতে করেও জখমদের হাসপাতালে পৌঁছে দেন।
বিস্ফোরণের পর সংশ্লিষ্ট এলাকা ঘিরে দেয় পুলিশ ও নিরাপত্তাবাহিনী। পাশাপাশি নমুন সংগ্রহের কাজ শুরু করে দেয়। এমনই খবর জিও নিউজ সূত্রের। এদিকে জখমদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এমনই জানিয়েছেন লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র।
ঘটনার তীব্র নিন্দা করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। এর পাশাপাশি জখমদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। ঘটনার প্রশাসনের কাছে রিপোর্ট তলবও করেছেন। পেশওয়ারের মুখ্যমন্ত্রী মাহমুদ খানও ঘটনার নিন্দা করেছেন।
এরপর গত ১১ মার্চ পাকিস্তানে আছড়ে পড়ে ভারতের মিসাইল। ঘটনার সত্যতা নিজেই স্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের মিসাইল পাকিস্তানের মাটিতে আছড়ে পড়া প্রসঙ্গে মুখ খোলেন প্রতিরক্ষামন্ত্রক। বিবৃতি দিয়ে মন্ত্রক জানিয়েছে, এটা নিছকই দুর্ঘটনা।গত ৯ মার্চ নিয়ম মেনে রক্ষণাবেক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক ত্রুটির কারণে মিসাইল ফায়ার হয়ে যায়। ভারত সরকার এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এই ঘটনায় আদালতের তত্বাবধানে উচ্চ পর্যায়ের তদন্ত হবে।সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা দেখা গিয়েছে যে, এই মিসাইলটি পাকিস্তানের এলাকায় গিয়ে পড়েছে। তবে এটাও স্বস্তির যে ওখানে এই দুর্ঘটনার ফলে কোনও মানুষের প্রাণ যায়নি।