নয়াদিল্লি: কোভিড ঢেউয়ের শুরু থেকেই শিশুদের (child) কোভিড সংক্রমণ নিয়ে প্রবল উদ্বেগ ছিল বিজ্ঞানী ও অভিভাবকদের মধ্যে। নতুন একটি গবেষণায় যা তথ্য উঠে এসেছে তাতে অনেকটাই আশ্বস্ত হবে অভিভাবকরা। নতুন গবেষণায় উঠে এসেছে, যে শিশুরা কোভিড সংক্রমিত হয়েছে তাদের শরীরে কোভিড প্রতিরোধী অ্যান্টিবডি (antibody) তৈরি হয় যা অন্তত সাত মাস শরীরে থাকে। কোভিড সংক্রমিতদের অন্তত ৯৬ শতাংশের দেহেই সাত মাসের জন্য থাকে অ্যান্টিবডি। পেডিয়াট্রিকস (pediatrics) জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণাপত্রটি। আমেরিকার টেক্সাস প্রদেশে বিভিন্ন বয়সের ২১৮ জন শিশুর উপর পরীক্ষা করে, সেই তথ্যের ভিত্তিতে এই গবেষণা করা হয়েছে।


গবেষক দলের সদস্য টেক্সাস (texas) বিশ্ববিদ্যালয়ের সারা মেসিয়াহ বলেন, 'এই ফলাফল খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে কোভিড সংক্রামিত শিশুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি, তা ভিত্তিতে বলা যায়, শিশুদের মধ্যে আলাদা আলাদা কোনও বিভাগের উপর এই তথ্য পাল্টায়নি। কোভিড আক্রান্ত শিশু উপসর্গবিহীন হোক বা তীব্র লক্ষণযুক্ত। শিশুর স্বাস্থ্যকর ওজন থাকুক অথবা স্থূলতা থাকুক। বা লিঙ্গ সংক্রান্ত প্রভেদ, সব বিষয়েই একই তথ্য পাওয়া গিয়েছে।' শিশুদের জন্য কোভিড কতটা বিপজ্জনক তা নিয়ে কম আলোচনা হয়নি। বিশ্বজুড়েই শিশুদের কোভিড এবং প্রতিরোধ ক্ষমতা নিয়ে একাধিক আলোচনা ও গবেষণা চলছে। 


এই গবেষণার জন্য যে স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেছিল তাদের থেকে তিনবার রক্ত নিয়ে পরীক্ষা করা হয়েছিল। একবার টিকা দেওয়ার আগে, একবার ডেল্টার দাপটের সময় এবং একবার ওমিক্রনের দাপটের সময়--এই তিনবার রক্ত নিয়ে পরীক্ষা করা হয়। 


গবেষকরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত আমেরিকায় ১৪ মিলিয়ন শিশুর কোভিড পজিটিভ রিপোর্ট মিলেছে। ফলে এই গবেষণা শিশুদের উপর কোভিডের প্রভাব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।


আরও পড়ুন: অবহেলায় ভয়ঙ্কর হতে পারে লং কোভিডের পরিণাম ! আপনি এই উপসর্গে ভুগছেন না তো?