নয়াদিল্লি: বিশ্বজুড়ে ফের সাইবার হানা। র্যানসমওয়ার ওয়ানাক্রাই-এর পর এবার পেটিয়া বা গোল্ডেন আই। ওই ভাইরাসে আক্রান্ত ইউরোপের বিভিন্ন দেশের বহু সংস্থা। পেটিয়া হানা দিয়েছে স্পেন, রাশিয়া, ডেনমার্কেও। সাইবার-আক্রমণে এবার সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ ইউক্রেনের ব্যাঙ্ক, বিদ্যুৎ, টেলিফোন সংস্থা। পেটিয়ার হাত থেকে রেহাই মেলেনি ভারতেরও। ভাইরাসের আক্রমণে প্রভাব পড়েছে দেশের সব থেকে বড় কন্টেনার বন্দর মুম্বইয়ের জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্টের একটি টার্মিনালে। বন্ধ হয়ে গিয়েছে ওই টার্মিনালের কাজকর্ম। এই ভাইরাস হানায় বিপর্যস্ত হয়েছে এপি মোলার-মায়ের্সক কোম্পানি। ওই কোম্পানিই জেএনপিটি-র গেটওয়ে টার্মিনালের কাডকর্ম পরিচালনা করে। ফলে টার্মিনালের কাজ ব্যাহত হয়েছে বলে জানিয়েছে জেএনপিটি।
র্যানসমওয়ার ওয়ানাক্রাই-এর সঙ্গে মিল রয়েছে নতুন ভাইরাসের, মত বিশেষজ্ঞদের। গতমাসেই র্যানসমওয়ার হানায় বিশ্বজুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল ৩ লক্ষ কম্পিউটার।
ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন, নয়া সাইবার হানার ব্যাপক প্রভাব পড়েছে দেশের পাওয়ার গ্রিডে। এছাড়াও ব্যাঙ্ক ও সরকারি দফতরগুলিতেও এর প্রভাব পড়েছে। সরকারের এক পদস্থ আধিকারিক বন্ধ কম্পিউটারের ছবি পোস্ট করে জানিয়েছেন, পুরো নেটওয়ার্কটাই ভেঙে পড়েছে। তবে দেশের মূল ব্যবস্থার ওপর এর প্রভাব পড়েনি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সাইবার হানার শিকার রাশিয়ার তেল কোম্পানি রোসনেফ্ট। তবে অল্পের জন্য বড়সড় ক্ষতি এড়ানো গিয়েছে।
পেটিয়া-র শিকার হয়েছে আমেরিকার নিউজার্সির ওষুধ প্রস্তুতকারী সংস্থা মার্কের সিস্টেমও।
সবমিলিয়ে বিশ্বজুড়ে পেটিয়ার শিকার কোম্পানি ও সংস্থার সংখ্যা বাড়ছে।
ফের বিশ্বজুড়ে সাইবার হানা, প্রভাব পড়ল মুম্বইয়ের জেএনপিটি-র টার্মিনালের কাজেও
ABP Ananda, web desk
Updated at:
28 Jun 2017 08:44 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -