প্রতিস্থাপিত স্তন রক্ষা করবে আপনার জীবন:গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Jul 2017 03:30 PM (IST)
নয়াদিল্লি: নকল স্তন বা প্রতিস্থাপন করা স্তন অনেক ক্ষেত্রেই জীবনদায়ী হতে পারে। অন্তত সাম্প্রতিক এক গবেষণা এমনই দাবি করছে। স্তন প্রতিস্থাপন, এই বিষয়টি হলিউড তারকারাই প্রথমে জনপ্রিয় করেছিলেন। এখন সাধারণ মানুষের মধ্যেও এর জনপ্রিয়তা মারাত্মক। গবেষণা বলছে, প্রতিস্থাপিত স্তনে গুলি লাগলেও, সেটা শরীরের ভেতরে ঢোকার গতি স্লথ করে দেয়। এই গবেষণার গবেষকদেরই দাবি, তাঁরা শরীরে স্তন প্রতিস্থাপন করে দেখেছেন এবং প্রমাণ পেয়েছেন কীভাবে এটা জীবন-মরণের তফাত্ গড়ে দেয়। গবেষণাই বলছে, যখন গুলি একটি প্রতিস্থাপিত স্তনের মধ্যে দিয়ে যায়, তখন তার শরীরে ঢোকার গতি ২০ শতাংশ কমে যায়। এরফলে অঙ্গের ক্ষতি হওয়ার সম্ভাবনা কমে যায়। উটহা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকরা এবিষয়ে নিয়ে গবেষণা করেছিলেন। সেই গবেষণাতেই দেখা গিয়েছিল, গুলি যখন সিন্থেটিক জেল, যেটা স্তন প্রতিস্থাপনে ব্যবহার করা হয়, সেটা তার ভেতর ফুঁড়ে ঢোকে, তখন জেলটি এয়ারব্যাগের মতো কাজ করে। গুলির গতি এর জেরে স্লথ হয়ে যায়, মানুষ প্রাণে বেঁচেও যান অনেকসময়।