২০১১ সালের ২৯ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল এই স্পেস স্টেশন। এটি ৩৪ ফুট লম্বা ও ১১ ফুট চওড়া ছিল। ওজন ছিল ৯ টনেরও বেশি। এটিতে কোনও মহাকাশচারী ছিলেন না।
ক্ষয়ক্ষতির আশঙ্কা দূর করে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল চিনের স্পেস স্টেশন
Web Desk, ABP Ananda
Updated at:
02 Apr 2018 10:37 AM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
বেজিং: অবশেষে পৃথিবীর উপর আছড়ে পড়ল চিনের স্পেস স্টেশন তিয়ানগঙ্গ ওয়ান। জনবসতিপূর্ণ এলাকায় তা ভেঙে পড়তে পারে বলে তৈরি হওয়া আশঙ্কা দূর করে প্রশান্ত মহাসাগরে আছড়ে পড়ল এই স্পেস স্টেশনের ধ্বংসাবশেষ। আজ ভারতীয় সময় ভোর পাঁচটা পঁয়তাল্লিশ নাগাদ ভেঙে পড়ে তিয়ানগঙ্গ ওয়ান। ভেঙে পড়ার আগে চিনের পরিত্যক্ত স্পেস স্টেশনের আয়তন ছিল ছোটখাটো স্কুলবাসের সমান। ফলে তা জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়লে বড়মাপের দুর্ঘটনার শঙ্কা ছিল। কিন্তু শেষপর্যন্ত সেটা হয়নি।
২০১১ সালের ২৯ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল এই স্পেস স্টেশন। এটি ৩৪ ফুট লম্বা ও ১১ ফুট চওড়া ছিল। ওজন ছিল ৯ টনেরও বেশি। এটিতে কোনও মহাকাশচারী ছিলেন না।
২০১১ সালের ২৯ সেপ্টেম্বর মহাকাশের উদ্দেশে রওনা দিয়েছিল এই স্পেস স্টেশন। এটি ৩৪ ফুট লম্বা ও ১১ ফুট চওড়া ছিল। ওজন ছিল ৯ টনেরও বেশি। এটিতে কোনও মহাকাশচারী ছিলেন না।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -