কুয়েতে বাস দুর্ঘটনা, মৃত ৭ ভারতীয় সহ ১৫
ABP Ananda, Web Desk | 02 Apr 2018 10:21 AM (IST)
নয়াদিল্লি: কুয়েতে বাস দুর্ঘটনার শিকার হলেন ৭ জন ভারতীয় তেল কর্মী। সব মিলিয়ে মারা গিয়েছেন ১৫ জন, বাকিরা মিশর ও পাকিস্তানের বাসিন্দা। ২ জন ভারতীয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। কুয়েতে দুটি বাসের মধ্যে গতকাল মুখোমুখি ধাক্কায় প্রাণ হারান এই ৭ ভারতীয়। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে কুয়েতের দক্ষিণ অঞ্চলে। কুয়েত অয়েল কোম্পানি জানিয়েছে, ৭ ভারতীয় ছাড়াও মৃতদের মধ্যে রয়েছেন ৫ মিশরীয় ও ৩ পাকিস্তানি। এক কুয়েতিও আহত হয়েছেন দুর্ঘটনায়। এঁরা সকলেই কাজ করতেন বুর্গান ড্রিলিং নামে কুয়েত অয়েল কোম্পানির অধীনস্থ একটি সংস্থায়। মসুলে আইএসআইএসের হাতে মৃত ৩৮ ভারতীয়ের দেহ আনতে গতকালই ইরাক যান বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী ভি কে সিংহ।