মাত্র ১০ সেকেন্ডে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ১৫ তলার একটি বাড়ি, দেখুন ভিডিওতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Mar 2018 10:50 AM (IST)
বেজিং: সম্প্রতি চিনে একটি ১৫ তলার বাড়ি মাত্র ১০ সেকেন্ডে ভেঙে গুঁড়িয়ে দিল শ্রমিকরা। শুধু ভাঙার সময় পাওয়া গিয়েছে একটা বিকট শব্দ, তারপর ধুলোর ঝড়। সেই বিল্ডিং ভেঙে পড়ার একটি দৃশ্য মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এক ব্যক্তি। একসময় ওই বিল্ডিংটি ছিল একটি এক্সিজিবিশন সেন্টার। তবে এই বাড়িটি ধূলিস্মাৎ করার আগে, বাড়ির বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেয় প্রশাসন। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম চিনের চেঙদু শহরে। ২০ বছরের পুরনো এই বাড়িটি ডিনামাইটের ঘায়ে মাত্র ১০ সেকেন্ড ভেঙে দেওয়া হয়েছে। ১৫০ ফুট লম্বা ছিল বাড়িটি।