অ্যালজেরিয়া: ফেসবুকে দুঃসাহসিক ছবি দিয়ে লাইক পাওয়ার নেশায় বহু লোকই না না অদ্ভুত ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। অনেক সময় সেই দুঃসাহসিকতা তাঁদের প্রাণও কেড়েছে। অনেক সময় যেমন চলন্ত ট্রেন, ঝুলন্ত সেতু, পাহাড়ের খাদ বা বাড়ির ওপর তল থেকে ঝুলে সেলফি পোস্ট করতে গিয়ে অনেকে সফল হয়েছেন, তেমন প্রাণও দিয়েছেন।
তবে ফেসবুকে হাজার লাইক পাওয়ার নেশায় নিজের ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলার নয়া নজির গড়লেন অ্যালজেরিয়ার এক বাবা। নিজের একরত্তি ছেলেকে ১৬ তলার অ্যাপার্টমেন্টের জানলা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিয়ে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে আবার সেই ব্যক্তি ক্যাপশন দেন, ছবিতে হাজার লাইক না দিলে, তিনি ছেলেকে ছুঁড়ে নীচে ফেলে দেবেন।
ছোট্ট শিশুটির ওই অবস্থার ছবি দেখে আতঙ্কিত হয়ে পড়েন অন্য ফেসবুক ব্যবহারকারীরা। নিজের ছেলের জীবন বাজি রেখে এমন সাংঘাতিক স্টান্ট দেখে রেগে গিয়ে ওই ব্যক্তির শাস্তি দাবি করেন বহু নেটিজেনরা। তাঁদের মধ্যে থেকেই একজন পুলিশ প্রশাসনকে ঘটনার কথা জানান। এরপরই তত্পরতার সঙ্গে ঘটনাস্থলে এসে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে দাবি, প্রসঙ্গত, ওই ব্যক্তি নিজের ছেলেকে বাঁ হাতে ধরে, ডান হাতে ওই ছবিটি তোলেন। একথা জানার পরই নেটিজেনরা আরও ক্ষেপে গিয়ে লেখেন নিজের সন্তানের থেকে ওই বাবার কাছে বেশি দামী ছবি তুলে ফেসবুকে লাইক পাওয়া। অবশেষে ওই ব্যক্তি তাঁর নিজের সন্তানের জীবন নিয়ে এভাবে ছিনিমিনি খেলার জন্যে এবং তাকে বিপদে ফেলায় অভিযুক্ত ব্যক্তিকে দুবছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে আদালত।
ফেসবুকে লাইক পেতে, ১৬ তলার ওপর থেকে ছেলেকে ছুঁড়ে দেওয়ার হুমকি দিয়ে ছবি পোস্ট বাবার, দু বছরের জেল অভিযুক্তের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jun 2017 10:49 AM (IST)
ছবি সৌজন্যে ফেসবুক
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -