ওয়াশিংটন: স্ত্রীকে নৃশংসভাবে খুন করার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখা হল ভদ্রেশ কুমার চেতনভাই (২৬) নামে এক ভারতীয় যুবককে। তাঁর সম্পর্কে কোনও তথ্য দিতে পারলে এক লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে।


২০১৫ সালের ১২ এপ্রিল একটি রেস্তোরাঁর রান্নাঘরের মধ্যে স্ত্রী পলক ভদ্রেশ কুমার পটেলকে (২১) খুন করার অভিযোগ ওঠে ভদ্রেশের বিরুদ্ধে। ভদ্রেশ ও পলক দু জনেই ওই রেস্তোরাঁয় চাকরি করতেন। তদন্তকারীরা জানান, একটি বড় ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে পলককে খুন করেছেন ভদ্রেশ। এই ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ। এতদিন পরে ভদ্রেশকে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় রাখল এফবিআই।

এফবিআই-এর বাল্টিমোর ফিল্ড অফিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ গর্ডন জনসন বলেছেন, ‘ভদ্রেশ কুমার পটেলের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, সেটা অত্যন্ত হিংসাত্মক। সেই কারণেই এফবিআই-এর সবচেয়ে গুরুতর ১০ জন অপরাধীর তালিকায় তাঁকে রাখা হয়েছে। জনগণের সাহায্য নিয়ে আমরা ভদ্রেশকে গ্রেফতার করার চেষ্টা করছি। তাঁকে খুঁজে বার করে গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে না পর্যন্ত আমরা বিশ্রাম নেব না।’

যে দিন পলক খুন হন, সেই দিনের একটি ভিডিও প্রকাশ করেছে এফবিআই। ওই রেস্তোরাঁর রান্নাঘরে তাঁদের একসঙ্গে দেখা যাচ্ছে। তারপর হঠাৎ ক্যামেরার আড়ালে চলে যাচ্ছেন তাঁরা। এরপর দেখা যাচ্ছে ভদ্রেশ একা চলে যাচ্ছেন। এই ঘটনার এক সপ্তাহ পরেই ভদ্রেশের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৫ সালের ১৩ এপ্রিল সকাল দশটায় নিউজার্সির একটি হোটেলে দেখা যায় ভদ্রেশকে। তিনি হোটেল থেকে একটি গাড়ি নিয়ে নেওয়ার্ক পেন স্টেশনে চলে যান।

তদন্তকারীদের দাবি, গুজরাতের আদি বাসিন্দা ভদ্রেশের মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। ফলে তাঁর পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকা সম্ভব নয়। কিন্তু বহু চেষ্টা করেও ভদ্রেশকে খুঁজে বার করতে পারছে না এফবিআই। সেই কারণেই এবার তাঁর খবর দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করা হল।