নয়াদিল্লি: মরক্কোর এক গণ্ডগ্রামে গাধাকে ধর্ষণ করে প্রচণ্ড বিপাকে পড়েছে ১৫ জন টিনএজার। প্রত্যেকে র‌্যাবিসে আক্রান্ত হয়েছে।

স্থানীয় খবরের কাগজ জানাচ্ছে, ওই কিশোররা সিদি আল কামেলের বাসিন্দা। গাধার থেকে ওই রোগ সংক্রমণ হওয়ার পর ১ সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছে তাদের। গাধাটির দিকে নজর রাখছে পুলিশ।

মনে করা হচ্ছে, এই ঘটনায় র‌্যাবিসে আক্রান্তের সংখ্যা আরও বেশি, কারণ বহু পরিবার তাদের ছেলেদের লজ্জা এড়াতে বাইরে নিয়ে গিয়েছে চিকিৎসা করাতে। ছেলেদের কাণ্ডে এই পরিবারগুলি লজ্জা ও আতঙ্কে ডুবে গিয়েছে বলে খবর।

স্থানীয় প্রশাসন এখন চেষ্টা করছে, ওই গাধার কাছাকাছি আরও কেউ গিয়েছিল কিনা জানতে, তাহলে এখনই প্রতিষেধক দিতে হবে।

বেচারা গাধার মালিককে নির্দেশ দেওয়া হয়েছে, সেটিকে তাড়াতাড়ি কেটে ফেলতে, যাতে এমন ঘটনায় আর রোগ না ছড়ায়।