চলতি বছরে এর আগে চিনা উত্ক্ষেপণ যানের মাধ্যমে দুটি দেশীয় প্রযুক্তিতে নির্মিত উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে পাকিস্তান। পাকিস্তানের সেই পরিকাঠামো নেই।
জিও নিউজ পাক বিদেশমন্ত্রককে উদ্ধৃত করে জানিয়েছে, ৩ নভেম্বর চিন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ইমরান খান, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি খেক্যিয়ানের সঙ্গে বৈঠক করবেন তিনি। বরাবরের বন্ধু চিনের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতেই যাচ্ছেন ইমরান। দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বোঝাপড়া এমনিতেই চাঙ্গা । চিনা সামরিক যন্ত্রাংশের বড় ক্রেতাদের অন্যতম পাকিস্তান।