লন্ডন: তোতাপাখি শেখানো বুলি বেশ ভালোভাবে আওড়াতে পারে। আর শেখানো কথাবার্তা তোতার মুখে শুনতে বেশ ভালোই লাগে। কিন্তু ব্রিটেনের একটি চিড়িয়াখানার পাঁচ-পাঁচটি তোতাকে নিয়ে আজব সমস্যার মুখে পড়তে হল কর্তৃপক্ষকে। পাঁচ তোতারই মুখে অনর্গল গালিগালাজ। দর্শকদের সামনে এ হেন বেয়াড়া তোতাদের কটু কথা অস্বস্তিতে ফেলে কর্তৃপক্ষকে। শেষপর্যন্ত তাঁরা এই তোতাগুলিকে আপাতত সরিয়ে দিয়েছে। আপাতত সবক শিখিয়ে তবেই তাদের ফেরানোর পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
জানা গেছে, ওই পাঁচ তোতাই কিছুদিন কোয়ারেন্টিনে ছিল। আর তারপরেই তাদের মধ্যে এই বদল দেখা যায়। চিড়িয়াখানায় যারাই ঘুরতে আসুক তাদের সামনেই অনর্গল অশ্লীল গালিগালাজ দিতে শুরু করতে পাখিগুলি।
পূর্ব ইংল্যান্ডের লিঙ্কনশায়ার ওয়াইল্ডলাইফ পার্ককে এই তোতাগুলি দেওয়া হয়েছিল। পার্কের আধিকারিকরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে। কিন্তু পাঁচটি তোতাই একসঙ্গে কটুকথা বলছে, এমন ঘটনার ফলে কর্তৃপক্ষ বিড়ম্বনার মুখে পড়ে।
পার্কের চিফ এক্সিকিউটিভ জানিয়েছে, এই পাঁচ তোতার নাম এরিক, জেড, টাইসন, উইলি ও এলসি। ভিন্ন ভিন্ন লোক এই তোতাগুলি চিড়িয়াখানাকে দিয়েছিলেন। এরপর সেগুলিকে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল।
সময় শেষ হওয়ার পর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তাদের মুখে কটু কথা। ছোট, বড় জ্ঞানও নেই। সেজন্য তাদের সরিয়ে নিতে হয়েছে।
চিফ এক্সিকিউটিভ জানিয়েছেন, তোতা যে কোনও বুলিই শিখে নেয়। চিড়িয়াখানায় তোলাগুলির মুখ কটু কথা শিশু দর্শকদের মনে প্রভাব ফেলতে পারে। এই জন্যই কিছুদিনের জন্য সরানো হয়েছে। সবক শিখিয়ে ফের ফেরত আনা হবে।