ফ্লোরিডা: দক্ষিণ ফ্লোরিডার এক চি়ড়িয়াখানায় খাঁচাবন্দি কালোচিতাবাঘের সঙ্গে ছবি তোলার বড় সাধ ছিল জনৈক এক বাসিন্দার। কালো চিতাবাঘের সঙ্গে ছবি তুলতে গিয়ে গাঁটের কড়ি খরচ করেছিলেন তিনি। কিন্তু শেষমেষ ওই বন্যপ্রাণীটির আক্রমণে প্রায়-মৃত্যু মুখে ওই ব্যক্তি।

চিড়িয়াখানার আধিকারিকেরা জানিয়েছেন, কালো চিতাবাঘের সঙ্গে ছবি তোলার জন্য ১৫০ ডলার দিয়েছিলেন ওই ব্যক্তি। খাঁচায় ঢুকে পড়া মাত্রই তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে কালো চিতাবাঘটি।  আঘাত এতটাই গুরুতর ছিল যে ওই ব্যক্তির খুলি মাথা থেকে ঝুলে পড়ে। ডান কান ছিঁড়ে দুই টুকরো হয়ে যায়। সূত্রের খবর, আহত ব্যক্তির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তির বেশ কয়েকটি অস্ত্রোপচারের প্রয়োজন।

এই ঘটনার প্রেক্ষিতে কর্তৃপক্ষের দিকেই আঙুল উঠেছে। এমন হিংস্র বন্যপ্রাণীর সঙ্গে কেন ওই ব্যক্তিকে এত সহজে মেলামেশার সুযোগ দেওয়া হল, তা নিয়েই প্রশ্ন উঠেছে। আহত ব্যক্তির একটি অনুমোদনপ্রাপ্ত অভয়ারণ্য রয়েছে। সেখানে বিরল প্রজাতির প্রাণী রাখা হয়।

ফ্লোরিডা ফিস অ্যান্ড ওয়াইল্ড লাইফ কনজারভেশন কমিশন জানিয়েছে, ঘটনাটি  ফোর্ট লডারেবলের কাছে ঘটেছে। বিপজ্জনক বন্য প্রাণীর সংস্পর্শে আসতে দেওয়ার জন্য মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ব্যক্তি বাড়িতে লাইসেন্স প্রাপ্ত অভয়ারণ্যের পরিচালনা করেন।