গুরুতর অসুস্থ জেলবন্দি খালেদা, হাঁটাচলার শক্তি নেই, জানালেন বিএনপি-র শীর্ষ নেতা
Web Desk, ABP Ananda | 18 Jun 2018 09:15 PM (IST)
ঢাকা: খালেদা জিয়া গুরুতর অসুস্থ, এতটাই যে হাঁটাচলার শক্তি পর্যন্ত নেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমানে জেলবন্দি। তাঁর দল বিএনপি-র সেক্রেটারি জেনারেল মির্জা ফকরুল ইসলাম আলমগীরকে উদ্ধৃত করে দি ডেইলি স্টারের খবর, আগে পরিবারের লোকজন জেলে তাঁর সঙ্গে দেখা করতে গেলে খালেদা হেঁটে তাঁদের কাছে যেতেন। কিন্তু এখন তিনি খুবই অসুস্থ। নিজের পায়ে দাঁড়ানোর শক্তি নেই, জানিয়েছেন পরিবারের সদস্যরা। প্রয়াত স্বামী সামরিক শাসক থেকে রাজনীতিক হয়ে ওঠা জেনারেল জিয়াউর রহমানের নামে গঠিত জিয়া অরফানেজ ট্রাস্টের জন্য ডোনেশন বাবদ বিদেশ থেকে আসা প্রায় আড়াই লক্ষ মার্কিন ডলার তছরূপের দায়ে দোষী সাব্যস্ত খালেদার ৫ বছরের কারাবাসের সাজা হয়েছে গত ফেব্রুয়ারিতে। ঢাকার ২০০ বছরের পুরানো জেলে রয়েছেন তিনবারের প্রধানমন্ত্রী। আলমগীর খালেদাকে তাঁর পছন্দমতো চিকিত্সার অনুমতি দিতে সরকারকে আবেদন করেন। গত মাসে খালেদাকে সুপ্রিম কোর্ট জামিন দেয়, তাঁর বার্ধক্য ও নানা শারীরিক সমস্যা মাথায় রেখে হাইকোর্টের রায় বহাল রাখে। যদিও খালেদার আইনজীবীরা জানান, তাঁর জেলের বাইরে বেরনোর সম্ভাবনা খুবই ক্ষীণ কেননা অন্তত পাঁচটি একই ধরনের মামলায় তাঁর জামিনের আবেদন ঝুলে রয়েছে।