মুম্বই: ২০১২-য় সা রে গা মা পা প্রতিযোগিতায় অংশ নেওয়া পাক গায়ক জেন আলির রহস্য মৃত্যু হল। শুক্রবার এক বন্ধুর বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁকে।


জানা গিয়েছে, লাহোরের বাসিন্দা জেন শেখুপুরায় বন্ধুর বাড়ি গিয়েছিলেন। সেখানে দিনকয়েক থাকার কথা ছিল তাঁর। কিন্তু বন্ধুর বাড়ির আনন্দ করা আর তাঁর হল না।

জেনের বন্ধুদের দাবি, শুক্রবার টয়লেটে গিয়েছিলেন তিনি। বেশ কিছুক্ষণ কেটে গেলেও বেরিয়ে আসেননি। তখন তাঁরা এসে দরজায় ধাক্কা দেন। তারপর ঠেলা দিয়ে দরজা খুলে দেখেন, মেঝেয় অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তিনি।

জেনের শরীরের পোস্টমর্টেম রিপোর্ট এখনও পাওয়া যায়নি। তাই কী কারণে তাঁর মৃত্যু ঘটে পরিষ্কার নয়। তাঁর ভাই বলেছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে তাঁর। তিনি জানিয়েছেন, জেন ড্রাগ নিতেন যদিও তা সীমার বাইরে যেত না বলে তাঁর দাবি।

সা রে গা মা পা-য় বড় ব্রেক পেয়েছিলেন পাকিস্তানি এই গায়ক। জয়ী হতে না পারলেও ভারত-পাকিস্তান দুদেশেরই মন জিতেছিলেন তিনি। তাঁকে পাক সঙ্গীতের ভবিষ্যৎ বলে মনে করা হচ্ছিল।