হিউস্টন: প্রয়াত মার্কিন যুক্তরাষ্ট্রের ৪১-তম প্রেসিডেন্ট এইচ ডব্লু বুশ। বয়স হয়েছিল ৯৪ বছর। তাঁর পুত্র তথা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৩-তম প্রেসিডেন্ট জর্জ ডব্লু বুশ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘৯৪টি চমকপ্রদ বছর কাটানোর পর আমাদের বাবা প্রয়াত হয়েছেন। আমাদের পরিবারের সবাই শোকাহত। আমাদের বাবা অসাধারণ চরিত্রের মানুষ ছিলেন। তিনি বাবা হিসেবে সেরা। যাঁরা আমাদের বাবার জন্য প্রার্থনা করেছেন এবং আমাদের সহানুভূতি ও শোকজ্ঞাপন করছেন, তাঁদের প্রত্যেকের কাছে বুশ পরিবার কৃতজ্ঞ।’

১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত বুশ। প্রেসিডেন্ট হওয়ার আগে ১৯৮১ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ঠান্ডা যুদ্ধ, সোভিয়েত ইউনিয়নের পতন, কুয়েতে ইরাকের আগ্রাসন সহ বিশ্ব রাজনীতির বহু গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী ছিলেন তিনি। পার্কিনসনস রোগে আক্রান্ত হওয়ায় তাঁকে গত কয়েক বছর ধরে হুইল চেয়ারে করেই চলাফেরা করতে হত। কয়েক মাস আগে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। এ বছরের এপ্রিলে প্রয়াত হন তাঁর স্ত্রী বারবারা (৭৩)। এবার সিনিয়র বুশও প্রয়াত হলেন।



৪১-তম মার্কিন প্রেসিডেন্টের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সোভিয়েত ইউনিয়নের শেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ সহ বিভিন্ন দেশের নেতানেত্রীরা। ঠান্ডা যুদ্ধ ও অস্ত্রের লড়াই শেষ করার ক্ষেত্রে সিনিয়র বুশের ভূমিকার প্রশংসা করেছেন গর্বাচেভ। তিনি প্রয়াত মার্কিন প্রেসিডেন্টকে সত্যিকারের সহযোগী বলে উল্লেখ করেছেন।