ইসলামাবাদ: পাকিস্তানের নয়া সরকার যখন দেশে বিনিয়োগ, উন্নয়নের প্রচারে ব্যস্ত, ঠিক তখনই মার্কিন ডলারের তুলনায় টাকার দর দাঁড়াল ১৪৪। বৃহস্পতিবারের তুলনায় শুক্রবার পাকিস্তানের মুদ্রার দাম কমেছে ১০ টাকা। পাকিস্তানের স্টেট ব্যাঙ্কের এক কর্তা জানিয়েছেন, টাকার দাম কমে যাওয়ায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। এই সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আন্তর্জাতিক অর্থভাণ্ডার থেকে ঋণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। এ বিষয়ে আলোচনা চলছে। এরই মধ্যে পাকিস্তানের টাকার দাম তলানিতে ঠেকেছে। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অফ পাকিস্তানের সচিব জাফর পরচা অবশ্য বলেছেন, টাকার দাম কমে যাওয়া প্রত্যাশিত ছিল। মানুষের আতঙ্ক কাটানোর জন্য উপযুক্ত পদক্ষেপ করা দরকার সরকারের।

বৃহস্পতিবারই পাকিস্তানের নয়া সরকারের ১০০ দিন পূর্ণ হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান দাবি করেছেন, দেশে নতুন বিনিয়োগ আসার ফলে উন্নতি হচ্ছে। দেশ ঠিক পথেই এগিয়ে যাচ্ছে। যদিও টাকার দামে সেই উন্নতির প্রভাব দেখা যাচ্ছে না।