শানডং: ২৬ বছর পর বেরলো মাথায় গেঁথে থাকা ৪ ইঞ্চির ছুরি! দু-ধাপ অস্ত্রোপচারের পরে এখন দিব্যি হেঁটে বেড়াচ্ছেন বছর ৭৬-র বৃদ্ধ। একেবারে গায়েব মাথাব্যথাও!

শল্যচিকিৎসার এই অভাবনীয় নমুনা দেখিয়েছেন চিনের শানডং প্রদেশের জিনানের শানডং কোয়ানফসান হাসপাতালের চিকিৎসকরা। দু ঘন্টার অস্ত্রোপচার করে মাথা থেকে বার করে আনা হয় ছুরি। চিকিৎসকরা জানিয়েছেন অপারেশান সম্পূর্ণ সফল হয়েছে। চিকিৎসায় সাড়া ও দিচ্ছেন বৃদ্ধ।

দুওরিজে নামে ওই বৃদ্ধ পেশায় শ্রমিক ছিলেন। ৯০ এর দশকে একবার তিনি ভয়ানক এক হামলার শিকার হন। তখনই তাঁর মাথার ভিতর গেঁথে দেওয়া হয় ৪ ইঞ্চি লম্বা একটি ছুরি। অবাক কাণ্ড, শারীরিকভাবে সেই মুহূর্তে কোনও উপসর্গ দেখা যায়নি তাঁর। ২০১২ সাল পর্যন্ত মাথার মধ্যে ছুরি নিয়েই ঘুরে বেরিয়েছেন তিনি। ২০১২-র পর থেকে বিভিন্ন উপসর্গ দেখা  দিতে শুরু করে তাঁর। মাথাব্যথা থেকে শুরু করে চোখের দৃষ্টিশক্তিও প্রায় হারিয়ে যেতে থাকে তাঁর। কিন্তু সেই সময়ও তার মাথায় অস্ত্রোপচার সম্ভব হয়নি।

এর বেশ কিছু বছর পরে ওই ব্যক্তির বাড়ির এলাকায় স্বাস্থ্যপরীক্ষা করতে যান একটি চিকিৎসকদের দল। সেইসময় ধরা পড়ে ওই ব্যক্তির মাথায় গেঁথে রয়েছে একটি ছুরি! এলাকায় হাসপাতাল অপ্রতুল হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয়  শানডং কোয়ানফসান হাসপাতালে।

হাসপাতালের প্রধান চিকিৎসক ডঃ লিউ গুয়াংচুন জানান, অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না। কারণ মাথা থেকে ছুরিটি না বের করতে পারলে ওই রোগীর যন্ত্রণার উপশম অসম্ভব ছিল।

হাসপাতাল সূত্রে খবর, অস্ত্রোপচার করে তাঁর মাথা থেকে সম্পূর্ণভাবে বের করা গেছে ৪ ইঞ্চির একটি ছুরির ব্লেড। কয়েকদিন আগেই তাঁর ক্ষত সারানোর জন্য আরেকটি  অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলেছে ওই বৃদ্ধের থেকে। আপাতত নিজেই হেঁটে চলে বেড়াচ্ছেন তিনি। ফিরে এসেছে চোখের দৃষ্টিশক্তিও। মুখ খুলে খাবার খেতে পারছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে  অস্ত্রোপচারের আগে ওই বৃদ্ধের মস্তিস্কের স্ক্যানের একটি ছবি। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে মস্তিস্কে গেঁথে থাকা ছুরির অস্তিত্ব, যা দেখলে শিউরে উঠবেন যে কেউ!