নয়াদিল্লি: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করার পক্ষে জোরাল সওয়াল করল ফ্রান্স। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের এই স্থায়ী সদস্য দেশ বলেছে, ওই পাক জঙ্গির বিরুদ্ধে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে।
উল্লেখ্য, পঠানকোট হামলার মূল মাথা মাসুদকে নিরাপত্তা পরিষদ কর্তৃক নিষিদ্ধ করার জন্য ভারতের প্রস্তাব আটকে দিয়েছে চিন। এর পরিপ্রেক্ষিতে ফ্রান্সের বক্তব্য যথেষ্ট তাত্পর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। চার দিনের ভারত সফরে এসে ঘুরিয়ে চিনকে হুঁশিয়ারি দিয়ে ফরাসি বিদেশমন্ত্রী জিন-মার্ক অ্যারল্ট বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের দায়বদ্ধতার বিষয়টি সর্বত্র সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত।
তিনি বলেছেন, মাসুদের জঙ্গি সংগঠন জেইএম তো ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জের নিষেধাজ্ঞার আওতায় চলে এসেছে। তাই ভারতের আর্জি অনুসারে মাসুদকেও ওই তালিকাভুক্ত করার পর্যাপ্ত প্রমাণ রয়েছে। আর এই কারণেই নিরাপত্তা পরিষদে ভারতের প্রস্তাব শুধু সমর্থনই নয়, ফ্রান্স প্রস্তাবের সহ-উদ্যোক্তাও ছিল।
উল্লেখ্য, ভারত পঠানকোটে হামলার পর গত বছরের ফ্রেব্রুয়ারিতে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের ১২৬৭ নিষেধাজ্ঞা কমিটিতে মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার আবেদন জানিয়েছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা এই আর্জি সমর্থন করলেও শুধু চিন দুদুবার বাগড়া দিয়েছে।
চিনকে খোঁচা, মাসুদকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার দাবি ফ্রান্সের
ABP Ananda, web desk
Updated at:
16 Jan 2017 05:17 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -