নয়াদিল্লি: করোনা আবহে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। কমেছে বিক্রি। কর্মীদের বেতন দিতে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ছাঁটাইয়ের চিন্তাভাবনাও শুরু হয়েছে জোরকদমে। সব মিলিয়ে বিপাকে বিখ্যাত ফুড চেন ম্যাকডোনাল্ডস।
এই পরিস্থিতিতে বেনজির সৌজন্য দেখাল আর এক বিখ্যাত ফুড চেন বার্গার কিংগ। ক্রেতাদের কাছে তারা আবেদন করল, প্রতিদ্বন্দ্বী সংস্থা ম্যাকডোনাল্ডস থেকেও খাবার অর্ডার করতে!
বাজার ধরতে ফুড চেনগুলোর মধ্যে দেখা যায় প্রবল প্রতিদ্বন্দ্বিতা। খরিদ্দার টানতে প্রায় প্রত্যেক সংস্থাই এক অপরের সঙ্গে রেষারেষি করে নানারকম সুযোগ-সুবিধা দেয়। সেই পরিস্থিতিতে বার্গার কিংগের সৌজন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। কী করেছে বার্গার কিংগ? সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন শেয়ার করে তারা লেখে, ‘ম্যাকডোনাল্ডস থেকেও খাবার অর্ডার করুন’। পাশাপাশি অন্যান্য প্রতিপক্ষ যেমন পিৎজা হাট, কেএফসি, টেকো বেল, পাপা জন, গ্রেগস, ফাইভ গাইস, সাবওয়ে, লিওন, ডোমিনোজের থেকেও খাবার অর্ডার করার জন্য অনুরোধ করেছে বার্গার কিংগ।
সংস্থার পক্ষ থেকে ট্যুইট করে বলা হয়েছে, ‘কখনও ভাবিনি এরকম অনুরোধও করতে হবে। তবে রেস্তোরাঁয় কাজ করা হাজার হাজার মানুষের আজ আপনাদের সমর্থন প্রয়োজন।’
করোনা পরিস্থিতিতে ব্যবসা হারিয়েছে প্রায় প্রত্যেকটি ফুড চেন। বাধ্য হয়েই কর্মী ছাঁটাইয়ের মতো পদক্ষেপ করতে বাধ্য হয়েছে অনেক সংস্থা। এহেন পরিস্থিতিতে নজির গড়েছে বার্গার কিংগ। তারা ট্যুইটে আরও লিখেছে, ‘সাহায্য করতে চাইলে নিজেরা ভাল ও সুস্বাদু খাবার খান।’
বিরল সৌজন্য: ম্যাকডোনাল্ডস থেকেও খাবার অর্ডার করুন, আবেদন চিরপ্রতিদ্বন্দ্বী ফুড চেন বার্গার কিংগের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
04 Nov 2020 03:02 PM (IST)
করোনা আবহে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ব্যবসা। কমেছে বিক্রি। কর্মীদের বেতন দিতে সমস্যা দেখা দিয়েছে। পাশাপাশি ছাঁটাইয়ের চিন্তাভাবনাও শুরু হয়েছে জোরকদমে। সব মিলিয়ে বিপাকে বিখ্যাত ফুড চেন ম্যাকডোনাল্ডস।
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -