ফ্রিটাউন : সিয়েরা লিয়নের রাজধানী ফ্রিটাউনে ভয়ঙ্কর বিস্ফোরণ। একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণে ১০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। শনিবার একথা জানান সে দেশের ভাইস প্রেসিডেন্ট। একটি ট্রাকের সঙ্গে ট্যাঙ্কারটির সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় জখমও হয়েছেন অনেকে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। লিক হয়ে নির্গত হওয়া জ্বালানি সংগ্রহ করতে আসেন তাঁরা। সেই সময়ই বিস্ফোরণটি ঘটে। যার জেরে এত সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে।
সিয়েরা লিওন কনট হাসপাতালের মর্চুয়ারি ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার সিনেহ কামারা সংবাদ সংস্থা জিনহুয়াকে জানান, তাঁরা শনিবার সকালে ৯৫টি মৃতদেহ পেয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কারণ, হাসপাতালে চিকিৎসাধীন অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আরও কয়েকটি মৃতদেহ তাঁদের আত্মীয়রা সমাধি দেওয়ার জন্য নিয়ে যান। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ অফিসাররা জানিয়েছেন, তদন্ত শেষ হওয়ার পর অফিসিয়াল বিবৃতি জারি করা হবে।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির প্রধান ব্রিমা বুরে সেসে বলেন, আমরা অনেকগুলো মৃতদেহ পেয়েছি। দগ্ধ দেহ। ভয়ানক দুর্ঘটনা।
দুর্ঘটনা ঘটার কিছুক্ষণের মধ্যেই সেই দৃশ্যের ছবি ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যায়, একাধিক দগ্ধ দেহ রাস্তায় পড়ে রয়েছে। আশপাশের দোকান, বাড়িতে আগুন লেগে গেছে।
এর আগে সাব-সাহারান আফ্রিকায় ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে। চুঁইয়ে চুঁইয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ঘটে সেই দুর্ঘটনাগুলিও। ২০১৯ সালে পূর্ব তানজানিয়ায় ট্যাঙ্কার বিস্ফোরণে ৮৫ জনের মৃত্যু হয়েছিল। ২০১৮ সালে একই রকম দুর্ঘটনায় ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোয় প্রায় ৫০ জনের মৃত্যু হয়েছিল।
এদিকে রাজধানী ফ্রিটাউনের দুর্ঘটনা নিয়ে সেখানকার মেয়র বলেন, ফ্রিটাউনের ক্ষয়ক্ষতির ব্যাপ্তি এখনও পরিষ্কার নয়। ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকদের সহায়তার জন্য পুলিশ ও তাদের ডেপুটি ঘটনাস্থলে রয়েছে। বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য করার জন্য আমার সরকার সবকিছু করবে।