লন্ডন: মারা গেলেন ব্রিটিশ গায়ক জর্জ মাইকেল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৩। ইংল্যান্ডের গোরিংয়ে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। পরিবার থেকে জানানো হয়েছে, তাঁর কোনও অসুস্থতা ছিল না।


পুলিশ জানিয়েছে, কেন জর্জ মাইকেলের মৃত্যু হল তার কোনও ব্যাখ্যা নেই, যদিও তা সন্দেহজনক নয়। তবে তাঁর দেহের ময়নাতদন্ত হবে।

৮০-র দশকে আন্তর্জাতিক পপ আইকন হয়ে ওঠা জর্জ মাইকেল একাকী সঙ্গীত পরিবেশনেই বেশি স্বচ্ছন্দ ছিলেন, যদিও তিনি প্রথম খ্যাতি পান ‘হোয়াম’ নামে এক গ্রুপের সঙ্গে গান গেয়ে। ‘ওয়েক মি আপ বিফোর ইউ গো-গো’ আর ‘কেয়ারলেস হুইসপার’ তাঁকে সে সময় খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

ঠিক সে সময় এমটিভি শুরু হওয়ায় মঞ্চে মাইকেলের স্বচ্ছন্দ বিচরণ আর সুদর্শন চেহারা দর্শকের নজরে পড়ে। কিন্তু গ্রুপ ভেঙে যাওয়ায় একা গাওয়া শুরু করেন তিনি। আর তা ছাপিয়ে যায় ‘হোয়াম’-এর জনপ্রিয়তাকে।

‘ফেথ’, ‘ফাদার ফিগার’, ‘আই ওয়ান্ট ইওর সেক্স’-এর মত একের পর এক দুর্দান্ত হিট তাঁকে আন্তর্জাতিক পপ দুনিয়ায় পরিচিত মুখ করে তোলে। মুড়ি মুড়কির মত বিকোয় তাঁর অ্যালবাম।

১৯৯৮-এ প্রকাশ্যে নিজেকে সমকামী বলে ঘোষণা করেন মাইকেল। জানিয়ে দেন, সে জন্য তাঁর কোনও লজ্জা বা আফশোস নেই।

মারিজুয়ানা সহ বিভিন্ন নিষিদ্ধ ড্রাগ ব্যবহারে অভ্যস্ত ছিলেন তিনি। এ জন্য তাঁর গাড়ি চালানোর লাইসেন্স প্রত্যাহার করে নেওয়া হয়। ড্রাগ নেওয়ার কারণে গ্রেফতারও হতে হয় তাঁকে।

কিন্তু এত কিছুর পরেও পপ সঙ্গীতের দুনিয়ায় তাঁর একচ্ছত্র প্রাধান্যে কোনও ছেদ পড়েনি। তাঁর গানে এখনও দিশা খুঁজে পান গোটা বিশ্বের লক্ষ লক্ষ পপ সঙ্গীত প্রেমী।