বার্লিন: জার্মানির বার্লিন বড়দিনের বাজারে ট্রাক চালিয়ে ১২ জনকে পিষে মারার ঘটনায় অভিযুক্ত চালক পাকিস্তান থেকে এসেছিল । তার বয়স ২৩। জার্মান নিরাপত্তা সংস্থা সূত্রে সংবাদসংস্থাকে এ কথা জানানো হয়েছে।সূত্র থেকে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারিতে সে জার্মানিতে এসেছিল। ছোটখাটো অপরাধের জন্য পুলিশের খাতায় তার নামও রয়েছে। সে বিভিন্ন নাম ব্যবহার করত। শরণার্থীদের একটি হোস্টেলে থাকত সন্দেহভাজন।

সোমবার সন্ধেবেলা মধ্য বার্লিনের বড়দিনের বাজারে আচমকা ঢুকে ১২জন মানুষকে পিষে দেয় একটি লরি। ঘটনার আকস্মিকতা দেখে জার্মানির অভ্যন্তরীণ মন্ত্রীর দাবি, এটা সম্ভবত সন্ত্রাস হামলা, যদিও এখনও এবিষয় কোনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছয়নি বার্লিন প্রশাসন। এই ঘটনা ফ্রান্সের নিসে হামলার ভয়াবহ স্মৃতি উসকে দিয়েছে। নিসে হামলায় ৮৬ জনের মৃত্যু হয়েছিল। ইসলামিক স্টেট ওই হামলার দায়স্বীকার করেছিল।