মিউনিখ: জার্মানির ভোপার্টাল শহরে জোরাল বিস্ফোরণে ভেঙে পড়ল একটি বাড়ি। জখম অন্তত ২৫ জন। তাঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। কী কারণে এই বিস্ফোরণ ঘটল, সেটা এখনও জানা যায়নি। এটি সন্ত্রাসবাদী হামলা কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করতে নারাজ পুলিশ।


প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী শনিবার মধ্যরাতের কিছুক্ষণ আগে এই বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ পেয়ে তাঁরা বাইরে ছুটে যান। বিস্ফোরণের পরেই বাড়িটিতে আগুন ধরে যায়। বাড়িটি ভেঙে পড়েছে। রাস্তায় এবং একটি গাড়ির উপরেও ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ধ্বংসাবশেষ।

পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘বাড়িটি থেকে জখম ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। আরও কেউ ধ্বংসস্তুপে আটকে আছেন কি না, সেটা জানার জন্য তল্লাশি চালানো হচ্ছে। বিস্ফোরণে বাড়িটির চিলেকোঠা এবং উপরের তিনটি তল প্রায় পুরোটাই ভেঙে পড়েছে। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা বাড়িটি পরীক্ষা করছেন। গোটা বাড়িটাই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কীভাবে বিস্ফোরণ হল, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।’